Shubman Gill: শত প্রশ্নের জবাব এল অর্ধশতরানে, অবশেষে উজ্জ্বল শুভমনের ব্যাট

India vs England, 2nd Test: রবিবার ভাইজ্যাগে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বেশ ভালোই ছন্দে দেখা যাচ্ছে শুভমনকে। ৬০ বলে হাফসেঞ্চুরি করলেন শুভমন। হাসি ফুটল তাঁর অনুরাগীদের মুখে। ২৭তম ওভারে রেহান আহমেদকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতরানে পূরণ করেন গিল।

Shubman Gill: শত প্রশ্নের জবাব এল অর্ধশতরানে, অবশেষে উজ্জ্বল শুভমনের ব্যাট
শত প্রশ্নের জবাব এল অর্ধশতরানে, অবশেষে উজ্জ্বল শুভমনের ব্যাটImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Feb 04, 2024 | 4:22 PM

কলকাতা: কোথায় গেল তাঁর ছন্দ? কবে ফর্মে ফিরবেন তিনি? এ কোন শুভমন গিল (Shubman Gill)? ঠিক কোথায় সমস্যা হচ্ছে শুভমনের? ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল গত কয়েকদিন ধরেই ছিলেন এইরকম শত প্রশ্নের মুখে। এ বার সেই সকল প্রশ্নের জবাব তিনি দিলেন অর্ধশতরানে। রবিবার দ্বিতীয় টেস্টের (Test) তৃতীয় দিন ভাইজ্যাগে বেশ ভালোই ছন্দে দেখা যাচ্ছে শুভমনকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬০ বলে হাফসেঞ্চুরি করলেন শুভমন। হাসি ফুটল তাঁর অনুরাগীদের মুখে। সঙ্গে খানিকটা হলেও নিন্দুকদের জবাবও দিলেন শুভমন।

ভারতের দ্বিতীয় ইনিংসের ২৭তম ওভারে রেহান আহমেদকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতরানে পূরণ করেন শুভমন গিল। এটি তাঁর টেস্ট কেরিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি। অর্ধশতরানের পথে শুভমন গিলের ব্যাটে এসেছে ৮টি চার ও ১টি ছয়। তিন নম্বরে ব্যাটিংয়ে এটি গিলের প্রথম অর্ধশতরান। এ বার দেখার আজ গিল তিন অঙ্কের রানে পৌঁছতে পারেন কিনা।

ভাইজ্যাকে ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের শেষে সকল ক্রিকেটার মাঠ ছাড়ার পর শুভমন নিজের গলদ খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। শনিবার বিকেলের দিকে একাগ্র হয়ে ব্যাটিং অনুশীলন করেছিলেন। রবিবার যেন তারই ফল পেলেন। গিল সত্যিকার অর্থেই ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন। যে কারণে তাঁকে নিয়ে কম আলোচনা হচ্ছিল না। এ বার বেন স্টোকসদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে শুভমন কিছুটা হলেও তাঁর দিকে তোলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন।

রবিবার ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলার প্রথম সেশনে ৩০ ওভার খেলা হয়েছে। টিম ইন্ডিয়া তাতে তুলেছে ১০২ রান এবং হারিয়ে ৪টি উইকেট। লাঞ্চ বিরতিতে ৬০ রানে অপরাজিত রয়েছেন শুভমন গিল। তাঁর সঙ্গে ২ রানে অপরাজিত রয়েছেন অক্ষর প্যাটেল। আর ২৭৩ রানের লিড নিয়ে টিম ইন্ডিয়ার স্কোর এখন ৪ উইকেটে ১৩০।