GT vs MI, IPL 2023 : ফাইনালে যেতে ‘গিলের’ পাহাড় পেরোতে হবে রোহিতের মুম্বইকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 26, 2023 | 10:39 PM

Shubman Gill : গুজরাট টাইটান্সের ঘরের মাঠে এ বারের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমন গিলের ব্যাটে ঝড় উঠল। গিলের তাণ্ডবে গুজরাট তুলেছে ২৩৩ রান। ফাইনালের টিকিটের জন্য রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে তুলতে হবে ২৩৪ রান।

GT vs MI, IPL 2023 : ফাইনালে যেতে গিলের পাহাড় পেরোতে হবে রোহিতের মুম্বইকে
ফাইনালে যেতে 'গিলের' পাহাড় পেরোতে হবে রোহিতের মুম্বইকে
Image Credit source: IPL Website

Follow Us

আমেদাবাদ : চলতি আইপিএলের (IPL 2023) ফাইনালের টিকিটের জন্য শেষ লড়াই চলছে আমেদাবাদে। বৃষ্টির কারণে দেরিতে ম্যাচ শুরু হয়েছে। টস হারেন গত বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল গুজরাটকে। গ্রুপ পর্বে শীর্ষে থেকে প্লে অফে ওঠার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছে গুজরাট। প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা সতর্ক হয়ে করেছিলেন গুজরাটের ওপেনার শুভমন গিল (Shubman Gill)। হাফসেঞ্চুরি পূর্ণ হতেই ঝড়ের বেগে রান তুললেন। দেখতে দেখতে শতরানও পেরিয়ে যান গিল। চলতি মরসুমে শুভমনের ব্যাটে এটি তৃতীয় সেঞ্চুরি। গিল-ঋদ্ধিমান সাহার ওপেনিং জুটিতে ওঠে ৫৪ রান। শেষ অবধি গিল উপহার দিয়েছেন ৬০ বলে ১২৯ রানের দুরন্ত ইনিংস। গিলের ব্যাটে ভর করে ২৩৩ রান তোলে গুজরাট। নির্ধারিত ২০ ওভারে ৩টি উইকেট হারায় গুজরাট। ফাইনালের টিকিট হাতে পেতে হলে রোহিতের মুম্বইকে ১২০ বলে তুলতে হবে ২৩৪ রান। GT vs MI ম্যাচের ইনিংস বিরতিতে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে চোখ বুলিয়ে নিন প্রথম ইনিংসের খুঁটিনাটিতে।

পাওয়ার প্লে-র শেষ অবধি কোনও উইকেট হারায়নি গুজরাট। সপ্তম ওভারেই ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নেন পীযুষ চাওলা। স্টাম্পিং ঈশান কিষাণের। ১৮ রান করেন ঋদ্ধি। তিনি ফিরলে সাই সূদর্শনের সঙ্গে জুটি বাঁধেন গিল। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন শুভমন ও সাই। মাত্র ৪৯ বলে শতরান হাঁকান গিল। ডাগআউটে থাকা গুজরাট দলের সদস্যরা তো বটেই, মাঠে থাকা প্রতিপক্ষ দলের অধিনায়ক রোহিত শর্মাও সেঞ্চুরির শুভেচ্ছা জানান শুভমনকে। বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলের এক মরসুমে ৮০০-র বেশি রানের রেকর্ড গড়েছেন গিল। মুম্বইয়ের কোনও বোলারকেই রেয়াত করেননি গিল। ১৭তম ওভারের পঞ্চম বলে গিলের উইকেট তুলে নেন মুম্বইয়ের গত ম্যাচের মুসকিল আসান আকাশ মাধওয়াল। ততক্ষণে ১২৯ রান করে ফেলেছেন গিল।

১৯তম ওভারে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন সাই সুদর্শন। তাঁর ব্যাটে এসেছে ৪৩ রান। শেষ বেলায় হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৮ রানের নট আউট ক্যামিও ইনিংস খেলে যান। রশিদ ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। শেষ অবধি ৩ উইকেট হারিয়ে ২০ ওভারে ২৩৩ রান তোলে গুজরাট। এই পাহাড় প্রমাণ রান তাড়া করার জন্য শুরু থেকেই দারুণ খেলতে হবে মুম্বইকে। যদিও শুভমনের ইনিংসের পর চোট আতঙ্ক দেখা গিয়েছে মুম্বই শিবিরে। ফলে চিন্তা ক্রমশ বাড়ছে মুম্বইয়েরে। আসলে গুজরাটের ইনিংস চলাকালীন কভারে ফিল্ডিং করছিলেন রোহিত। ফ্রি হিটে হার্দিকের জোরালো শটে আঙুলে চোট পান রোহিত। কিছুক্ষণ পরই মাঠ ছাড়েন। কিছুক্ষণের জন্য ঈশানকেও দেখা যায় মাঠের বাইরে। দুই ওপেনারের চোট থাকলে বেশ চাপে পড়বে মুম্বই। তা বলার অপেক্ষা রাখে না। এ বার দেখার ফাইনালের টিকিট পায় কারা।

Next Article