কলকাতা: রবি-দুপুর হল জমজমাট। ছুটির দিনে মাংস-ভাত খেয়ে যাঁরা চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়, তাঁরা দেখলেন প্রিন্স অব ক্রিকেটের দুরন্ত শতরান। বিশাখাপত্তনমে রবিবার ভারতের তরুণ তুর্কি শুভমন গিলকে (Shubman Gill) দেখে মনে হচ্ছিল মেজাজটাই আসল রাজা। ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার সকালে ৬০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন শুভমন। প্রথম সেশনে ৬০ রানে অপরাজিত ছিলেন শুভমন। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এবং শুভমন গিলের অনুরাগীরা চাইছিলেন প্রিন্স অব ক্রিকেটের ব্যাটে একটা ঝকঝকে শতরান দেখতে। বিশাখাপত্তনমে লাঞ্চ বিরতির পর শুভমন পৌঁছান তিন অঙ্কের রানে। ৩৩২ দিন পর টেস্ট (Test) ক্রিকেটে শতরান এল শুভমন গিলের ব্যাটে।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৩২ বলে শতরান পূর্ণ করেন শুভমন। এটি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের দশম শতরান। ভাইজ্যাগে তিন অঙ্কের রানে পৌঁছনোর পথে শুভমনের ব্যাটে এসেছে ১১টি চার এবং ২টি ছয়। পঞ্জাবের ছেলে শুভমন গিল গত ১০টি টেস্ট ম্যাচে মাত্র ১টি সেঞ্চুরি করতে পেরেছিলেন। কেরিয়ারের ২২তম টেস্ট খেলতে নেমে শতরান করলেন শুভমন। তাঁর এই শতরান অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেল। এর আগে শুভমন ২টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন ওপেনিংয়ে নেমে। আর এ বার তিন নম্বরে নেমে প্রথম তিন অঙ্কের রান করলেন শুভমন।
𝙃𝙐𝙉𝘿𝙍𝙀𝘿 𝙛𝙤𝙧 𝙎𝙝𝙪𝙗𝙢𝙖𝙣 𝙂𝙞𝙡𝙡! 💯
A glittering knock as he completes his 3rd Test Century 👏👏
Follow the match ▶️ https://t.co/X85JZGt0EV#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/z33eaw2Pr5
— BCCI (@BCCI) February 4, 2024
২০২৩ সালের ৯ মার্চ তাঁর ব্যাটে শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল। আমেদাবাদে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সেখানে ১২৮ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন শুভমন গিল। সেটিই তাঁর টেস্ট কেরিয়ারের সর্বাধিক রান ছিল। এ বার দেখার আজ তিনি শেষ অবধি ভাইজ্যাগে কত রান করতে পারেন।