Shubman Gill: রোহিতের মাথায় পড়ল বাজ! সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরা শুভমনের চোট

Feb 05, 2024 | 11:50 AM

India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে চলছে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। বিশাখাপত্তনমে এ বার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন চোট পেলেন ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। ভাইজ্যাগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফিরেছেন শুভমন গিল। কিন্তু তাঁকে এই টেস্টের চতুর্থ দিন ফিল্ডিংয়ে দেখা যাচ্ছে না। তার কারণ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বোর্ড।

Shubman Gill: রোহিতের মাথায় পড়ল বাজ! সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরা শুভমনের চোট
Shubman Gill: রোহিতের মাথায় পড়ল বাজ! সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরা শুভমনের চোট
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: ভারতীয় শিবিরে আবার চোটের কালো মেঘ। একের পর এক ভারতীয় তারকা চোটের কবলে পড়ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে চলছে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। বিশাখাপত্তনমে এ বার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন চোট পেলেন ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। ভাইজ্যাগে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফিরেছেন শুভমন গিল। কিন্তু তাঁকে এই টেস্টের (Test) চতুর্থ দিন ফিল্ডিংয়ে দেখা যাচ্ছে না। তার কারণ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বোর্ড।

বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে এক আপডেট জানানো হয়। সেখানে বলা হয়, দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় ডান হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন শুভমন গিল। যে কারণে তিনি আজ ফিল্ডিং করবেন না।

বোর্ডের বিবৃতি থেকে পরিষ্কার আঙুলের চোট নিয়েই তা হলে তৃতীয় দিন অনবদ্য ব্যাটিং করেছিলেন শুভমন গিল। দীর্ঘদিন পর টেস্টে শতরানও করেছেন পঞ্জাবের ছেলে। তিন নম্বরে টেস্টে ব্যাটিংয়ে নেমে যা ছিল শুভমন গিলের প্রথম টেস্ট সেঞ্চুরি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, তিন নম্বরে নেমে শুভমন রান পাচ্ছিলেন না, যে কারণে টিম ম্যানেজমেন্টের তরফে তাঁকে সময়সীমা দেওয়া হয় যে বিশাখাপত্তনমে ব্যর্থ হলেই তাঁকে রঞ্জি ট্রফিতে খেলে ফিরতে হবে। শুভমন তাঁর পরিবারের এক সদস্যকে এ কথা জানিয়েছিলেন। অর্থাৎ ভাইজ্যাগে শুভমনের সেঞ্চুরি যে তাঁকে রঞ্জির পথে যেতে দিল না এ কথা বলাই যায়। কিন্তু তিনি যে আঙুলে চোট পেয়েছেন এবং যে কারণে চতুর্থ দিন ফিল্ডিং করছেন না সেই চোট চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে। ১৫ ফেব্রুয়ারি শুরু হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তার আগে শুভমনের আঙুলের চোট সেরে ওঠে কিনা সেটাই দেখার।

Next Article