Shubman Gill: ইঞ্জেকশন নিয়ে খেলে সেঞ্চুরি, তাতেও খুশি নন শুভমন গিল; কিন্তু কেন?

Feb 05, 2024 | 3:27 PM

India vs England: ভাইজ্যাগে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমন গিল। অনেকেই জানতেন না তিনি আঙুলের চোট নিয়ে এই সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন তিনি ফিল্ডিং করেননি। বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, শুভমনের ডান হাতের তর্জনীতে চোটের কথা। ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের শেষে শুভমন নিজেই জানিয়েছেন, ইঞ্জেকশন নিয়ে খেলে শতরান করেছেন তিনি।

Shubman Gill: ইঞ্জেকশন নিয়ে খেলে সেঞ্চুরি, তাতেও খুশি নন শুভমন গিল; কিন্তু কেন?
ইঞ্জেকশন নিয়ে খেলে সেঞ্চুরি, তাতেও খুশি নন শুভমন গিল; কিন্তু কেন?
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: যখন রানের খিদে থাকে, ফর্মে ফেরার জেদ থাকে তখন চোটও কোনও ক্রিকেটারকে আটকাতে পারে না। বিশাখাপত্তনম টেস্টে আঙুলে চোট নিয়েই খেলেছেন শুভমন গিল (Shubman Gill)। শুধু খেলেছেন বললে সম্পূর্ণ বলা হয় না। ভাইজ্যাগে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমন গিল। অনেকেই জানতেন না তিনি আঙুলের চোট নিয়ে এই সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন তিনি ফিল্ডিং করেননি। বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, শুভমনের ডান হাতের তর্জনীতে চোটের কথা। ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ম্যাচের শেষে শুভমন নিজেই জানিয়েছেন ইঞ্জেকশন নিয়ে খেলে শতরান করেছেন তিনি। কিন্তু তাতেও খুশি নন। কেন জানেন?

দ্বিতীয় টেস্টের শেষে জিও সিনেমায় দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার জাহির খান ও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনকে ভারতের তরুণ ক্রিকেটার শুভমন জানান তাঁর আঙুলের চোটের অবস্থা কেমন। সেই সময় তিনি জানান, ইঞ্জেকশন নিয়ে খেলেছিলেন তিনি। শুভমনের কথায়, ‘ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন সহজ একটা ক্যাচ নিতে গিয়ে চোট লেগেছিল। কুলদীপের বলে রেহান আহমেদের ক্যাচ নেওয়ার সময়। তারপর আঙুল ফুলে গিয়েছিল। ব্যাথা ছিল। যে কারণে ইঞ্জেকশন নিয়ে পরের দিন ব্যাটিংয়ে নেমেছিলাম। ম্যাচ শেষে স্ক্যান করাতে গিয়েছিলাম। আজও ইঞ্জেকশন নিতে হয়েছে।’

সেঞ্চুরির পর শুভমনের নতজানু হয়ে সেলিব্রেশন বিরাট জনপ্রিয়। কিন্তু বিশাখাপত্তনমে শতরান করার পর তিনি তেমনটা করেননি। শুভমন কেন তা করেননি এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওইভাবে নতজানু হয়ে সেলিব্রেশন আমি করিনি কারণ, আমার মনে হয়েছিল কাজ শেষ হয়নি। সেঞ্চুরি তো করেছি, কিন্তু ১৫০ বা ২০০ রান করতে পারলে ভালো হত।’

স্টোকসদের বিশাখাপত্তনমে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে রোহিতের ভারত। এর মাঝেই যে প্রশ্ন জোরাল হয়েছে যে, আঙুলের চোটের জন্য কি তা হলে শুভমনকে রাজকোটে তৃতীয় টেস্টে পাওয়া যাবে না? এমন আশঙ্কা অবশ্য করতে দিচ্ছেন না শুভমন। তিনি জানিয়েছেন, ৩-৪ দিনের মধ্যেই তাঁর আঙুলের চোট হয়তো ঠিক হয়ে যাবে। ভাইজ্যাগে তৃতীয় দিন শুভমনের খেলা দেখতে এসেছিলেন তাঁর বাবা। তিনি জানান, তাঁর বাবাকে আঙুলে চোট লাগার ব্যাপারে তিনি কিছু জানাননি।