Shubman Gill: ‘আমার হিসেবের ভুলেই…’, বাংলাদেশের কাছে হেরে আক্ষেপ শতরানকারী শুভমন গিলের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 16, 2023 | 1:02 PM

Asia Cup 2023: এশিয়া কাপের সুপার ফোরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ভারততে। ৬ রানে ম্যাচ জেতেন সাকিব আল হাসানরা। টিম ইন্ডিয়ার (Team India) ওপেনার শুভমন গিল (Shubman Gill) শতরান করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। অবশ্য এই হার নিয়ে বেশি না ভেবে, তা থেকে শিক্ষা নিতে চান গিল। ২৪ বছর বয়সী শুভমন বাংলাদেশ ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে জানান, বিশ্বকাপের আগে এশিয়া কাপের ফাইনালে জিতলে দলের সকলের আত্মবিশ্বাস বাড়বে।

Shubman Gill: আমার হিসেবের ভুলেই..., বাংলাদেশের কাছে হেরে আক্ষেপ শতরানকারী শুভমন গিলের

Follow Us

কলম্বো: অপরাজিত থেকে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে খেলা হবে না ভারতের। এশিয়া কাপের সুপার ফোরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ভারততে। ৬ রানে ম্যাচ জেতেন সাকিব আল হাসানরা। টিম ইন্ডিয়ার (Team India) ওপেনার শুভমন গিল (Shubman Gill) শতরান করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। অবশ্য এই হার নিয়ে বেশি না ভেবে, তা থেকে শিক্ষা নিতে চান গিল। ২৪ বছর বয়সী শুভমন বাংলাদেশ ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে জানান, বিশ্বকাপের আগে এশিয়া কাপের ফাইনালে জিতলে দলের সকলের আত্মবিশ্বাস বাড়বে। গিল এ কথাও জানান যে, তাঁর হিসেবের ভুল ম্যাচের ফলাফলে ছাপ ফেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে হার, ওই ম্যাচের উইকেটসহ বিভিন্ন বিষয় নিয়েও জানিয়েছেন তিনি। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বাংলাদেশের বিরুদ্ধে কলম্বোতে সুপার ফোরের শেষ ম্যাচে শতরান করেছেন শুভমন। এশিয়া কাপে এটি তাঁর প্রথম শতরান। কিন্তু ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে শুভমন জানান, তাঁর হিসেব ভুলের খেসারত দিল টিম। শুভমনের কথায়, ‘আমি যখন আউট হলাম আমার মনে হয় কিছু হিসেবে ভুল ছিল আমার। যদি আমি একটু নিয়ন্ত্রিতভাবে খেলতে পারতাম, তা হয়ে হয়তো পরিস্থিতি আলাদা হত। হয়তো আমরা ম্যাচটা জিততেও পারতাম। আউট হওয়ার পর বুঝতে পারি অনেকটা সময় ছিল। আমার এতটা আগ্রাসন দেখানোর প্রয়োজন ছিল না। স্বাভাবিক খেলতে হত। এটা তো ফাইনাল নয়, তাই এই ভুল থেকে শিক্ষা নিতে চাই।’

শুভমন গিলের কথায়, ‘এশিয়া কাপ ফাইনাল জেতা টিমের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টে জিতলে দলের সকলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে নামতে পারবে। কারণ, বিশ্বকাপের সময় এক বা দুই ম্যাচ পরপর হারতে চাপ বাড়তে পারে। তাই জয়ের ধারা বজায় রেখে এগোতে হবে।’

এশিয়া কাপের ফাইনালের আগে বাংলাদেশের কাছে হার নিয়ে শুভমন বলেন, ‘আমার মনে হয় না, এই ম্যাচে আমাদের গতি হারিয়েছে। তবে এটা ঠিক যে আমরা ওদের (বাংলাদেশের) লোয়ার অর্ডারের ব্যাটারদের ১০-১৫ রান বেশি দিয়েছি। তা ছাড়া কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে এই ধরণের উইকেটে এমনটা হতেই পারে। আশা করি এশিয়া কাপের ফাইনালে এবং তারপর বিশ্বকাপে এই জিনিসগুলো আমরা মাথায় রাখব।’ শতরান করেও দলকে জেতাতে পারেননি শুভমন। তাই ম্যাচ হারার কিছুটা দোষ নিজের উপরও নিচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘আমরা আলোচনা করেছিলাম, যেন বেশি ডট বল না হয়। এই উইকেটে সিঙ্গলস নেওয়া সহজ নয়। স্ট্রাইক রোটেট করাটাও গুরুত্বপূর্ণ।’

ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে গিল জানান, দলের বোলাররা যাতে ফাইনালে তরতাজা হয়ে নামেন তাই তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল। একইসঙ্গে শ্রীলঙ্কা যে ভালো ছন্দে রয়েছে, সে কথাও উল্লেখ করেছেন শুভমন। তাই ভারতকে ফাইনালে কোমর বেঁধে নামতে হবে।

 

Next Article