পুনে: শুভমন গিল মাঠে… সচিনকন্যা গ্যালারিতে… এই পরিস্থিতিতে টেলিভিশন ক্যামেরা ঠিক কোথায় থাকবে? ক্রিকেট প্রেমী এক বাক্যে হয়তে উত্তর দেবে ‘আর কোথায় সারা ভাবির দিকে…।’ আসলে ভারতীয় তরুণ ওপেনার শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে ঘুরে ফিরে একাধিক বার জড়িয়েছে ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) নাম। পুনেতে ভারত গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলছে। প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারের মেয়ে সারাকে। এর পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #SaraTendulkar, #ShubmanGill । অসুস্থতার কারণে বিশ্বকাপে (ICC World Cup) ভারতের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি গিল। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর সিনিয়র বিশ্বকাপ ডেবিউ হয়েছে। আজ পুনেতে বাংলাদেশের বিরুদ্ধেও শুভমন একাদশে রয়েছেন। বাংলাদেশের ইনিংস চলাকালীন শুভমন এক ক্যাচ নেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি অনুযায়ী, সেই সময় হাততালি দিতে দেখা যায় সারাকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Shubman Gill took a catch and cameraman show sara tendulkar 👀👀 #INDvsBAN pic.twitter.com/6dkKn3x634
— Jashan (@Jashan1705) October 19, 2023
নেটিজেনরা সারা তেন্ডুলকরকে পুনের গ্যালারিতে দেখে বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ সারার ছবি শেয়ার করে লিখেছেন, ‘গিলকে সমর্থন করতে মাঠে এসেছেন সারা।’ কেউ আবার বলছেন, ‘সারা মাঠে এসেছেন। গিল তাঁকে ইমপ্রেস করবেন বলে নিশ্চিতভাবে দারুণ একটা ইনিংস উপহার দিতে চলেছেন।’
Action reaction pic.twitter.com/N5o6rA2Pit
— depressed gill fan (@ShubmanGillFan) October 19, 2023
সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ব্যবহারকারী লিখেছেন, ‘স্ট্যান্ডে যেহেতু সারা ভাবি রয়েছেন, তাই গিল ভাইয়ের ব্যাটে সেঞ্চুরি আসবেই।’
Sara bhabhi in the stands
Gill bhai century loading ❤️🇮🇳#saratendulkar #ShubmanGill #WC2023 #ShubmanGill pic.twitter.com/PmtWM0cfi8— Rahul Kashyap Rajput (@therahulkrajput) October 19, 2023
শুভমন গিল বা সারা তেন্ডুলকর কখনও তাঁদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু তাঁদের অনুরাগীরা মাঝে মাঝেই তাঁদের বন্ডিং খুঁজে পেয়েছেন। যেমন – লন্ডনের একই কফি শপে এবং সেই কফি শপের একই স্থানে দু’জন ছবি তুলে ইন্সটাগ্রামে অতীতে শেয়ার করেছিলেন। প্রেম দিবসের দিনে তাঁদের দু’জনের ছবি ভাইরাল হয়েছিল। অতীতে ভারতের একাধিক ম্যাচে বিভিন্ন মাঠের দর্শকরা শুভমন গিলের উদ্দেশে “হামারি ভাবি ক্যায়সি হো? সারা ভাবি জ্যায়সি হো…” স্লোগান তুলেছেন। যার বাংলা তর্জমা করলে অর্থ দাঁড়ায়, “আমাদের বৌদি কেমন হবে? সারা বৌদির মতো হবে।” বাউন্ডারি লাইনের সামনে গিল ফিল্ডিং করতে গেলেই দর্শকাসন থেকে ভেসে আসত এই ধ্বনি। অবশ্য এই সব কখনই সিরিয়াস ভাবে নেননি গিল।