হারারে : ‘জো জিতা ওহি সিকন্দর’… হারারেতে জিম্বাবোয়ের কাছে হারল নেদারল্যান্ডস। আর জিম্বাবোয়ের জয়ের পিছনে বড়সড় ভূমিকা রয়েছে সিকন্দর রাজার। ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাওয়ার জন্য লড়াই চলছে। ১০টি দল বাছাই পর্বের ম্যাচে খেলছে। তেমনই একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবোয়ে (Zimbabwe) ও নেদারল্যান্ডস (Netherlands)। আর তাতে ডাচদের বিরুদ্ধে অলরাউন্ডার সিকন্দর রাজার (Sikandar Raza) অনবদ্য সেঞ্চুরিতে ভর করে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের ক্রিকেট ইতিহাসে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম শতরানের রেকর্ড গড়ে দলকে জিতিয়েছেন রাজা। সেই সঙ্গে সুপার সিক্সে ওঠার দৌড়ে আশা বাড়াল জিম্বাবোয়ে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৫৪ বলে শতরান করেছেন সিকন্দর রাজা। পাঁচ নম্বরে নেমে ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন রাজা। দিনদুয়েক আগেই ওয়ান ডে ক্রিকেটে নেপালের বিরুদ্ধে জিম্বাবোয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরির নজির গড়েছিলেন শন উইলিয়ামস। সে দিন তিনি ৭০ বলে শতরান করে জিম্বাবোয়েকে জিতিয়েছিলেন। এ বার শনের সেই রেকর্ড ভেঙে দিলেন রাজা। প্রথমে বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তাণ্ডব দেখান রাজা। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ডাচদের হারিয়েছে জিম্বাবোয়ে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তোলে নেদারল্যান্ডস। ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং ও অধিনায়ক স্কট এডওয়ার্ড যথাক্রমে করেন ৮৮ ও ৮৩ রান। বিক্রমজিৎ ছাড়া আর এক ওপেনার ম্যাক্স করেন ৫৯ রান। টপ অর্ডারের ৩টি গুরুত্বপূর্ণ উইকেটই তুলে নেন রাজা। ৩১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৫ বল বাকি থাকতেই জয় তুলে নেন জিম্বাবোয়ে।
Four-wicket haul ✅
Zimbabwe’s fastest ODI century ✅Sikandar Raza is the @aramco #POTM from #ZIMvNED ?#CWC23 pic.twitter.com/FyGLPXksKk
— ICC Cricket World Cup (@cricketworldcup) June 20, 2023
ম্যাচের শেষে সেরার পুরস্কার হাতে নেওয়ার সময় সিকন্দর রাজা জানান, এখন তাঁর মুখে হাসি রয়েছে ঠিকই। কিন্তু তিনি মনে মনে ভাবছেন কাজ এখনও শেষ হয়নি। রাজা জানান, তাঁরা ফ্যানেদের বিনোদনে ভরপুর ক্রিকেট উপহার দিতে চান। এবং জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার রাজা জানান, তাঁর দল প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোচ্ছে। সেইমতোই পরিকল্পনাও করেছে তাঁরা।