AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sri lanka vs Bangladesh : রানের পাহাড় গড়তে চান সাকিবরা, টস জিতে প্রথমে ব্যাটিং বাংলাদেশের

বৃহস্পতিবার পাল্লেকেলে এশিয়া কাপে খেতাব পুনরুদ্ধারে নামছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রতিপক্ষ সাকিব আল হাসানের বাংলাদেশ।

Sri lanka vs Bangladesh : রানের পাহাড় গড়তে চান সাকিবরা, টস জিতে প্রথমে ব্যাটিং বাংলাদেশের
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 3:02 PM
Share

পাল্লেকেলে : ভারত-পাকিস্তান দ্বৈরথ ছাড়াও পাকিস্তান বনাম আফগানিস্তান, ভারত বনাম বাংলাদেশ, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মতো  ক্রিকেট রাইভ্যালরির আমদানি হয়েছে। এশিয়া কাপের (Asia Cup 2023) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশে। যাকে বলা হচ্ছে ‘নাগিন রাইভ্যালরি’। বৃহস্পতিবার পাল্লেকেলে এশিয়া কাপে খেতাব পুনরুদ্ধারে নামছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (Sri lanka vs Bangladesh)। প্রতিপক্ষ সাকিব আল হাসানের বাংলাদেশ। সদ্য ওডিআই ক্য়াপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন সাকিব। চোট আঘাতে জর্জরিত টাইগাররা প্রবল প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে। এদিন পাল্লেকেলে বাংলাদেশ ক্যাপ্টেন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। টসের পর সাকিব বলেছেন, “শুকনো উইকেট। আশা করছি বড় স্কোর তুলতে পারব। শ্রীলঙ্কা ঘরের মাঠে দারুণ দল। তাই আমাদের সেরাটা উজাড় করে দিতে হবে। আমরা শুধুমাত্র আজকের ম্যাচ নিয়ে ভাবছি। তিন স্পিনার তিন পেসার নিয়ে খেলব।”  TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।

বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। লিটন দাসের পরিবর্তে ওপেন করতে নামতে পারেন তিনি। অন্যদিকে দলের ক্রিকেটাররা চোট ও করোনায় আক্রান্ত হওয়ায় সামান্য বিপাকে পড়ে গিয়েছে শ্রীলঙ্কাও। অধিনায়ক দাসুন শনাকা বলেছেন, “বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের দলের মুখ্য খেলোয়াড়রা চোটের কবলে। লঙ্কা প্রিমিয়র লিগের ম্যাচ এখানে খেলা হয়েছে। আশা করছি উইকেটে টার্ন থাকবে। ঘরের মাঠে এশিয়া কাপ খেলা বেশ উত্তেজনার। কারণ ভালো সমর্থন পাওয়া যাবে।” ছয় ব্যাটার, দুই অলরাউন্ডার এবং তিন বোলার নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, দিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাউইকরামা, চরিথ আশালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা (ক্যাপ্টেন), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, কাসুন রজিথা, মাথিশা পাথারানা। 

বাংলাদেশ একাদশ : মহম্মদ নঈম, তানদিজ তামিম, নাজমূল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (ক্যাপ্টেন), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদি হাসান, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান