IND vs AUS: রাহুলের কিপিংয়ে বিরক্ত সতীর্থরাও! নেতৃত্বের চাপেই কি?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 22, 2023 | 8:07 PM

India vs Australia 1ST ODI, KL Rahul: লোকেশ রাহুল প্রথম দু-ম্যাচে নেতৃত্ব দেবেন। প্রথম বার জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তা নয়। চোট সারিয়ে ফেরায় এমনিতেই অনেক সতর্ক থাকতে হচ্ছে তাঁকে। সে কারণেই কি মোহালিতে সমস্যায় পড়লেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইতে বেশ কয়েক বার নড়বড়ে দেখাল। ঋদ্ধিমান সাহার মতো কিপারও বারবার বলতেন, রবীন্দ্র জাডেজা-রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে কিপিং করা চ্যালেঞ্জিং।

IND vs AUS: রাহুলের কিপিংয়ে বিরক্ত সতীর্থরাও! নেতৃত্বের চাপেই কি?
Image Credit source: PTI

Follow Us

মোহালি: বিশ্বকাপে ভারতের প্রথম পছন্দের কিপার ব্যাটার লোকেশ রাহুল। টিম ম্যানেজমেন্ট বারবার সে কথা বুঝিয়েছে। গত মার্চে আইপিএলের ম্যাচে চোট পেয়েছিলেন রাহুল। এশিয়া কাপের সুপার ফোরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন রাহুলের। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাবর্তনেই সেঞ্চুরি করেন। কিপিংয়েও নজর কাড়েন রাহুল। স্পিন সহায়ক পিচে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবদের বোলিংয়ে কিপিং করা সহজ নয়। তেমনই ফাইনালে সুইং সিম পরিস্থিতিতে সিরাজ, বুমরাদের বিরুদ্ধেও দারুণ কিপিং। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের আগে স্বস্তিতে ছিল টিম ইন্ডিয়া। মোহালি অবশ্য অস্বস্তি বাড়াল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম দু-ম্যাচে বিশ্রামে রোহিত শর্মা-বিরাট কোহলির মতো বেশ কয়েকজন। লোকেশ রাহুল প্রথম দু-ম্যাচে নেতৃত্ব দেবেন। প্রথম বার জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তা নয়। চোট সারিয়ে ফেরায় এমনিতেই অনেক সতর্ক থাকতে হচ্ছে তাঁকে। সে কারণেই কি মোহালিতে সমস্যায় পড়লেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইতে বেশ কয়েক বার নড়বড়ে দেখাল। ঋদ্ধিমান সাহার মতো কিপারও বারবার বলতেন, রবীন্দ্র জাডেজা-রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে কিপিং করা চ্যালেঞ্জিং।

রবিচন্দ্র অশ্বিন দীর্ঘ দেড় বছর পর ওডিআই দলে ফিরেছেন। তাঁর বিরুদ্ধে কিপিং করতে গিয়ে বারবার চাপে পড়লেন রাহুল। মার্নাস লাবুশেনকে স্টাম্পিং করলেও, সেটি রাহুল করেছেন না বলে, বলা ভালো স্টাম্পিং হয়ে গিয়েছে। অশ্বিনের ডেলিভারি কিপার রাহুলের প্যাডে ধাক্কা খেয়ে উইকেটে লাগে। মার্নাস ক্রিজের বাইরে থাকায় স্টাম্প। একটি সহজ রান আউটও মিস করলেন। থ্রো ধরতে পারলে নিশ্চিত রান আউট। ব্যাটার তখনও অনেক দূরে। তাঁকে নিয়ে বোলাররা যেমন বিরক্ত হলেন, ফিল্ডাররাও। সোশ্যাল মিডিয়ায় একের পর এক নেতিবাচক মন্তব্য। ঘরের মাঠে বিশ্বকাপে রাহুলের ওপর ভরসা রাখা যায় তো!

Next Article