‘স্যাণ্ডপেপার গেট’ কাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে স্মিথ: লি

sushovan mukherjee | Edited By: arunava roy

Jan 13, 2021 | 5:54 PM

শেন লির ধারণা নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার পর, তিনি অন্য স্মিথকে দেখছেন। যে স্মিথ আগের থেকে অনেক বেশি বদমেজাজি এবং রাগী।

স্যাণ্ডপেপার গেট কাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে স্মিথ: লি
সিডনি টেস্ট নিয়ে বিতর্ক অব্যাহত। ছবি সৌজন্যে : ক্রিকেট অস্ট্রেলিয়া

Follow Us

ব্রিসবেন: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন ফের ‘স্যাণ্ডপেপার গেট’ কাণ্ডের স্মৃতি উস্কে দিলেন স্টিভ স্মিথ। চাঞ্চল্যকর অভিযোগ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন লি-র। সিডনি টেস্টে ভারতীয় দলের ব্যাটিং চলাকালীন, ড্রিঙ্কসের সময় ক্রিজে গিয়ে ঋষভ পন্থের ব্যাটিং গার্ড মুছে দেন স্মিথ। এই ঘটনার জেরে প্রাক্তন অজি অধিনায়ককে তোপ দাগেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার, লক্ষ্য সিরিজ জয়

স্টিভ স্মিথের সমালোচনা করতে ছাড়ছেন না অজি প্রাক্তনরাও। এক সাক্ষাৎকারে প্রাক্তন অলরাউন্ডার শেন লি বলছেন, “ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় কখনই স্মিথের ক্রিজে যাওয়া উচিত হয়নি। ওই টেস্টে দুরন্ত শতরানের পর হয়তো রেগে গেছিলেন স্টিভ। তারই প্রতিফলন ওই ঘটনা। স্যাণ্ডপেপার গেট কাণ্ডেও এ রকম রেগে যেতে দেখেছিলাম স্মিথকে। এ রকম আচরণ কখনওই খেলোয়াড় সুলভ নয়।”

আরও পড়ুন : অলিম্পিক নিয়ে ঘোর আশঙ্কায় টোকিও

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়ায় ১ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্না, ক্যামরান ব্যানক্রফ্ট। শেন লি-র ধারণা নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার পর, তিনি অন্য স্মিথকে দেখছেন। যে স্মিথ আগের থেকে অনেক বেশি বদমেজাজি এবং রাগী।

Next Article