Smriti Mandhana: অমিতাভ বচ্চনের শোতে স্মৃতি, কেমন ছেলে পেলে বিয়ে করবেন?

Dec 26, 2023 | 3:59 PM

KBC: সামনে বিগ বি। আর ঈশান ও স্মৃতি ছিলেন KBC-র হটসিটে। জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের নিয়ম অনুযায়ী একঝাঁক প্রশ্নের উত্তর দিতে হয় স্মৃতি ও ঈশানকে। শোয়ের মাঝে দর্শক আসন থেকে এক ব্যক্তি স্মৃতিকে প্রশ্ন করেন, তাঁর কেমন ছেলে পছন্দ। হাসতে হাসতে ওই প্রশ্নের উত্তর দেন স্মৃতি। সেই সঙ্গে জানান, এমন প্রশ্ন যে তাঁর দিকে আসবে সেটা তিনি ভাবেননি।

Smriti Mandhana: অমিতাভ বচ্চনের শোতে স্মৃতি, কেমন ছেলে পেলে বিয়ে করবেন?
KBC: KBC-র হটসিটে ঈশানের পাশে বসে স্মৃতি জানালেন তাঁর কেমন ছেলে পছন্দ...

Follow Us

মুম্বই: বাইশ গজের দুই পরিচিত মুখ সম্প্রতি পৌঁছে গিয়েছিলেন কৌন বনেগা কোড়পতির মঞ্চে। কথা হচ্ছে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan) এবং ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাকে (Smriti Mandhana) নিয়ে। সামনে বিগ বি। আর ঈশান ও স্মৃতি ছিলেন KBC-র হটসিটে। জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের নিয়ম অনুযায়ী একঝাঁক প্রশ্নের উত্তর দিতে হয় স্মৃতি ও ঈশানকে। শোয়ের মাঝে দর্শক আসন থেকে এক ব্যক্তি স্মৃতিকে প্রশ্ন করেন, তাঁর কেমন ছেলে পছন্দ। হাসতে হাসতে ওই প্রশ্নের উত্তর দেন স্মৃতি। সেই সঙ্গে জানান, এমন প্রশ্ন যে তাঁর দিকে আসবে সেটা তিনি ভাবেননি।

কেবিসির সেটে এক দর্শক স্মৃতিকে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আপনার প্রচুর ফলোয়ার্স রয়েছে। ভারতের প্রচুর তরুণ আপনাকে ফলো করেন। আমার আপনার কাছে এটাই প্রশ্ন যে, একটা ছেলের কোন কোন গুণ থাকা আপনি পছন্দ করেন?’ প্রশ্ন শুনে স্মৃতি ও ঈশান দু’জনই হাসতে থাকেন। এরপর অমিতাভ বচ্চন ওই দর্শককে জিজ্ঞাসা করেন, তাঁর বিয়ে হয়েছে কিনা। উত্তরে তিনি জানান, তাঁর বিয়ে হয়নি এবং সেই কারণে তিনি এই প্রশ্ন করেছেন।

এরপর স্মৃতি ওই প্রশ্নের উত্তরে বলেন, ‘এই রকম প্রশ্ন পাব আশা করিনি। ভালো ছেলে হতে হবে। আমার যত্ন নেবে। আমার ক্রিকেট খেলাটা বুঝবে। একটা মেয়ে হিসেবে আমি ওকে বেশি সময় দিতে পারব না। আমি যে দু’টি দিক কোনও ছেলের মধ্যে দেখব তা হল প্রথমত, সে আমাকে যত্ন করবে। আর দ্বিতীয় আমার খেলাটা সাপোর্ট করবে।’

কেবিসির মঞ্চে স্মৃতি জানান, তিনি খুব সম্ভবত মায়ের গর্ভ থেকেই ক্রিকেট খেলার ব্যাপারে শুনতেন। তাঁর কথায়, ‘আমার বাবা ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার অনুমতি পাননি। তাই তিনি চেয়েছিলেন, তার একজন সন্তান ভারতের হয়ে প্রতিনিধিত্ব করুক। আমি আমার ছেলেবেলা থেকে ক্রিকেটের কথা শুনে আসছি, হয়তো মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই ক্রিকেট খেলার ব্যপারে শুনছি।’

স্মৃতি ও ঈশানকে কেবিসিতে একটি প্রশ্ন করা হয়, সচিন তেন্ডুলকর যে ম্যাচে প্রথম আন্তর্জাতিক শতরান করেছিলেন সেই ম্যাচেই টেস্টে অভিষেক হয়েছিল এক ক্রিকেটারের। তিনি কে? উত্তরের বিকল্প ছি‌ল, দ্রাবিড়, কুম্বলে, সৌরভ, শ্রীনাথ। দু’জনই ভারতীয় ক্রিকেটার। কিন্তু ক্রিকেট সংক্রান্ত এই প্রশ্নের উত্তর জানা ছিল না তাঁদের। যার ফলে তাঁরা লাইফলাইন ব্যবহার করেন। প্রথমে তাঁরা এক বন্ধুর থেকে উত্তরটি জানার লাইফলাইনটি ব্যবহার করেন এবং শ্রীনাথের নাম বলেন। কিন্তু তাঁরা উত্তর নিয়ে নিশ্চিত ছিলেন না, তাই তাঁরা আরও একটি লাইফলাইন ব্যবহার করেন। এবং অনিল কুম্বলের নাম বলেন। সেটিই ছিল সঠিক উত্তর। তাঁরা ১২ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়ার পর হটসিট ছাড়েন।