Smriti Mandhana: প্রথম ছয় ও হাফসেঞ্চুরি, হরমপ্রীতদের বিরুদ্ধে অনবদ্য স্মৃতি মান্ধানা

Smriti Mandhana-Harmanpreet Kaur: রান তাড়ায় ট্রেন্ট রকেটজের অন্যতম ভরসা ছিল ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। নিয়মিত উইকেট হারানোয় তাঁকে দ্রুতই নামতে হল।

Smriti Mandhana: প্রথম ছয় ও হাফসেঞ্চুরি, হরমপ্রীতদের বিরুদ্ধে অনবদ্য স্মৃতি মান্ধানা
Image Credit source: Twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 01, 2023 | 10:23 PM

শুরু হল দ্য হান্ড্রেড বল টুর্নামেন্টের নতুন মরসুম। টুর্নামেন্টের শুরুতে প্রথমে মেয়েদের ম্যাচ। এজবাস্টনে মুখোমুখি হল সাদার্ন ব্রেভ ও ট্রেন্ট রকেটজ। নতুন মরসুমের শুরুতেই স্মৃতির ব্যাটে ঝড়। এ বারের টুর্নামেন্টের প্রথম ছয় মারলেন ভারতীয় দলের এই তারকা ওপেনার। একবার নয়, সব মিলিয়ে ২টি ছয় ও আধডজন বাউন্ডারি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মহা সমারোহে শুরু হল দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নতুন সংস্করণ। আর শুরুতেই স্মৃতির ব্যাটিং টুর্নামেন্টের জৌলুস বাড়াল। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ট্রেন্ট রকেটজ। সাদার্ন ব্রেভের হয়ে স্মৃতির সঙ্গে ওপেনিংয়ে ড্যানি ওয়্যাট। বিধ্বংসী দুই ব্যাটার শুরুটা করলেন প্রত্যাশিত মতোই। ৪২তম ডেলিভারিতে জুটি ভাঙে। ২৭ বলে ২৭ রানে ফেরেন ড্যানি। মাইয়া বশিয়ের ১৮ বলে ৩১ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষ দিকে ক্লো ট্রায়ন ১০ বলে ২৩ রান। তবে এই ইনিংসের ভিত তৈরি হয় স্মৃতির সৌজন্যেই। ৩৬ বলে ৫৫ রান করেন তিনি। এ বারে টুর্নামেন্টের প্রথম হাফসেঞ্চুরিও এটি। নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটে ১৫৭ রান তোলে সাদার্ন ব্রেভ।

রান তাড়ায় ট্রেন্ট রকেটজের অন্যতম ভরসা ছিল ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। নিয়মিত উইকেট হারানোয় তাঁকে দ্রুতই নামতে হল। চারে নেমে অধিনায়ক ন্যাট সিবার ব্রান্টের সঙ্গে বিধ্বংসী খেলার চেষ্টা করেন হরমন। যদিও ১৭ বলে ২২ রানেই শেষ তাঁর ইনিংস। ন্যাট সিবার ব্রান্ট ৩১ বলে ৪৯ রানে ফেরেন। লোয়ার অর্ডার ভরসা দিতে পারেননি।

নির্ধারিত ১০০ বলে ৭ উইকেটে ১৩০ রানেই থামে রকেটজের ইনিংস। ৩ উইকেট নেন মেরি টেলর। ২৭ রানে জয় সাদার্ন ব্রেভের। ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন অর্ধশতরানের ইনিংস খেলা স্মৃতি মান্ধানা।