
কলকাতা: ঐতিহাসিক মুহূর্ত কি তৈরি হবে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে? কোটি কোটি দেশবাসীর নজর আজ ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালে। প্রোটিয়াদের ২৯৯ রানের টার্গেট দিয়েছে উইমেন্স ইন ব্লুরা। রানটা ৩০০ পার করে যেতে পারত। যদি’নকআউটের রানি’ তাঁর ক্লাসিক ইনিংস তুলে ধরতে পারতেন। বরাবর নকআউটের মঞ্চে জ্বলে ওঠেন তিনি। এই তো সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটাই যদি দেখা হয়, ঝকঝকে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন। সেই হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ব্যাটে বিশ্বকাপ ফাইনালে এল ২০ রান। একদিকে ডিওয়াই পাটিলে যখন হ্যারির ইনিংসে হতাশা, ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভাসছেন স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) রেকর্ডে। কী সেই রেকর্ড?
আসলে ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৮ বলে ৪৫ রান করেছেন। হাফসেঞ্চুরি হাতছাড়া করলেও রেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি। মেয়েদের ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এতদিন এক সংস্করণে ভারতের হয়ে সর্বাধিক রান ছিল কিংবদন্তি মিতালি রাজের নামে। এ বারের বিশ্বকাপে ৪৩৪ রান করে সেই রেকর্ড ভেঙেছেন স্মৃতি।
ওডিআই বিশ্বকাপের এক সংস্করণে সর্বাধিক রান সংগ্রহকারী ৫ ভারতীয় মহিলা ক্রিকেটারের তালিকা —
স্মৃতি আর হরমনপ্রীত প্রোটিয়াদের বিরুদ্ধে যদি আরও কিছুক্ষণ ক্রিজে থেকে যেতে পারতেন, তা হলে ভারতের স্কোরবোর্ডেও তার প্রভাব পড়ত। শেফালি ভার্মার সঙ্গে ভাল ছন্দেই এগোচ্ছিলেন স্মৃতি। ক্লোয়ি ট্রিয়নের বলে ১৭.৪ ওভারে আউট হন তিনি। আর হরমনপ্রীত আউট হন ৩৮.৬ ওভারে। চারে নেমেছিলেন তিনি। ২০ রানের ইনিংসে ২টি বাউন্ডারি মেরেছিলেন হ্যারি।