কলকাতা: ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ দ্য হান্ড্রেড টুর্নামেন্ট। মহিলাদের ক্রিকেটে অংশ নিয়েছেন ভারতের অনেক তারকাই। সবচেয়ে বড় নাম অবশ্যই স্মৃতি মান্ধানা। এ ছাড়াও ছিলেন জেমাইমা রডরিগজ, হরমনপ্রীত কৌররা। সাদার্ন ব্রেভ-এর হয়ে হান্ড্রেড টুর্নামেন্ট জিতেছেন স্মৃতি মান্ধানা। এরপরই কেরিয়ারের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিলেন। জাতীয় দলের হয়ে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স তারকা-সুলভ নয়। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে ক্যাপ্টেন এবং ব্যাটার হিসেবে ব্যর্থ। বাংলাদেশ সফরেও খ্যাতি অনুযায়ী পারফরম্যান্স হয়নি। ভারতীয় দলের সহ-অধিনায়কও স্মৃতি। দেশের জার্সিতে খেলাকেই প্রাধান্য দিতে চান। সে কারণেই এমন সিদ্ধান্ত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টানা দ্বিতীয় বছর উইমেন্স বিগ ব্যাশ লিগ থেকে নিজেকে সরিয়ে নিলেন স্মৃতি মান্ধানা। ভারতীয় ক্রিকেটাররা বিগ ব্য়াশে খেলেন। তিন বার এই টুর্নামেন্টে খেলেছেন স্মৃতি। গত বছর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সরে দাঁড়িয়েছিলেন। এ বছর বিগ ব্যাশে চালু হয়েছে বিদেশি ক্রিকেটারদের ড্রাফ্ট পদ্ধতি। তাতে নাম লিখিয়েছেন হরমনপ্রীত, জেমাইমা, রিচা ঘোষ, যস্তিকা ভাটিয়ার মতো অনেক ভারতীয় ক্রিকেটারই। ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে চান স্মৃতি। লক্ষ্য থাকবে দ্রুত জাতীয় দলের জার্সিতেও ফর্মে ফেরা। এর জন্য ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে ঘরোয়া ক্রিকেট বেশি লাভজনক হতে পারেন বলে মনে করেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন।
মেয়েদের বিগ ব্যাশে প্রায় ১২২জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। তালিকায় নেই স্মৃতি। ১৯ অক্টোবর থেকে ২৬ জানুয়ারি ঘরোয়া ক্রিকেট মরসুম। মহারাষ্ট্রের হয়ে ব্যাট হাতে নামবেন স্মৃতি। প্রায় একই সময় চলবে বিগ ব্যাশ। সে কারণেই এমন সিদ্ধান্ত। ফিউচার টুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। ওডিআই, টি-টোয়েন্টির পাশাপাশি একটি টেস্টও থাকবে। তিন ফরম্যাটেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য স্মৃতি মান্ধানা। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে এই সিরিজগুলির প্রস্তুতি সেরে নেওয়াই লক্ষ্য।
তিন ফরম্যাটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য অধিনায়ক হরমনপ্রীত কৌরও। তিনি অবশ্য বিগ ব্যাশে নাম লিখিয়েছেন। স্মৃতি মান্ধানা বিশাল অর্থে টিম পেতেন। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন স্মৃতিই।