লন্ডন : মেয়েদের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় স্মৃতি মান্ধনার ব্যাটে ধারাবাহিক রান চলছে। মান্ধানা সাউদার্ন ব্রেভের হয়ে অপরাজিত ৭০ রানের ইনিংস খেললেন। কিন্তু সাউদাম্পটনের দ্য রোজ বোল-এ ওয়েলশ ফায়ারের বিরুদ্ধে চার রানের পরাজয় থেকে তাঁর দলকে বাঁচানোর জন্য এই ইনিংস যথেষ্ট ছিল না। ১৬৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মান্ধানা এবং ড্যানিয়েল ওয়াট দারুণ শুরু করেছিলেন। উইমেন্স প্রিমিয়র লিগ (WPL) ২০২৩-এর উদ্বোধনী সংস্করণে মুম্বই ইন্ডিয়ান্সের হেইলি ম্যাথিউসকে টার্গেট করেছিলেন ওয়াট। তাঁকে দুটি চার এবং একটি ছক্কা হাঁকান ওয়াট। মান্ধানা এবং ওয়াট উভয়েই বাউন্ডারির বাইরে বল পাঠাচ্ছিলেন। বিস্তারিত TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
৫৮তম বলে ভেঙে যায় এই জুটি। ওয়াট আউট হন ৩৭ বলে ১০টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৬৭ রান করে। এরপর মান্ধানা অপর প্রান্ত থেকে তেমন সাহায্য পাননি। সাউদার্ন ব্রেভ ৪ উইকেট হারিয়ে ১৬১ রানে থমকে যায়। ম্যাচটি চার রানে হেরে যান মান্ধানারা। ভারতীয় ওপেনার ৪২ বলে ৭০ রানের ইনিংসে ১১টি চার হাঁকান। হান্ড্রেডে এটি তাঁর দ্বিতীয় হাফ সেঞ্চুরি।
ব্রেভ অধিনায়ক আনিয়া শ্রাবসোল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ওয়েলশ অধিনায়ক ট্যামি বিউমন্ট ১৭ বলে ২৬ রানের ক্যামিও খেলে অবদান রাখেন। ম্যাথিউস ৩৮ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। ১৩টি চার হাঁকান তিনি। ক্যারিবিয়ান অলরাউন্ডার ট্রায়নের হাতে কট অ্যান্ড বোল্ড হন। উইকেটকিপার-ব্যাটার সারা ব্রাইস এবং জর্জিয়া এলউইসের সৌজন্য ওয়েলশ ফায়ারের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৬৫তে দাঁড়ায়। ব্রাইস ১৯ বলে ২১ রান করেন। এলউইস ২০ বলে ২৮ রান করেন। এই জয়ে ওয়েলশ ফায়ার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছে। এদিকে নর্দার্ন সুপারচার্জার্সের নেট রান রেট ভালো থাকায় ব্রেভ দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে।