Rishabh Pant Accident: পন্থের দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়োতে ভরেছে সোশ্যাল মিডিয়া, দেখলেই গা শিউরে উঠবে

দিল্লি থেকে দেরাদুনের পথে রওনা দিয়েছিলেন পন্থ। বাড়ির পথেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গাড়িতে একাই ছিলেন পন্থ। হঠাৎ করেই চোখ লেগে যায় তাঁর।

Rishabh Pant Accident: পন্থের দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়োতে ভরেছে সোশ্যাল মিডিয়া, দেখলেই গা শিউরে উঠবে
ভয়াবহ দুর্ঘটনার কবলে পন্থ

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 30, 2022 | 2:59 PM

নয়াদিল্লি: বর্ষশেষে ক্রীড়া দুনিয়ায় বড় সড় অঘটন। একদিকে ক্রীড়া জগত পেলের শোকে আচ্ছন্ন। অন্যদিকে ক্রিকেট মহলেও উদ্বেগ বাড়াল ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে। বছর শেষে মায়ের কাছে যাচ্ছিলেন সারপ্রাইজ দেওয়ার জন্য। আপাতত সারপ্রাইজ দেওয়া হল না পন্থের। দিল্লি থেকে দেরাদুনের পথে রওনা দিয়েছিলেন পন্থ। বাড়ির পথেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার (Car Accident) কবলে পড়েন পন্থ। গাড়িতে একাই ছিলেন পন্থ। হঠাৎ করেই চোখ লেগে যায় তাঁর। ডিভাইডারে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় পন্থের গাড়িটি। তার কিছুক্ষণ পরই গাড়িতে আগুন লেগে যায়। এবং পুড়ে ছাই হয়ে যায় তাঁর গাড়িটি। শরীরের একাধিক জায়গায় মারাত্মক চোট পেয়েছেন পন্থ। ঋষভের দুর্ঘটনার ভিডিয়োতে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। যা দেখলেই গা শিউরে উঠবে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ঋষভ পন্থের দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো।

ভোর রাতে দাউ দাউ করে মাঝ রাস্তায় গাড়ি চলতে দেখে কেউ কেউ ভিডিয়োও করেন। তখনও অনেকেই জানতেন না, সেই গাড়িতে কে ছিলেন।

ঋষভ পন্থের বিএমডব্লিউ সজোরে ডিভাইডারে ধাক্কা দেওয়ার সময়ের সিসিটিভি ফুটেজও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় গাড়ির গতি অনেকটাই বেশি ছিল।

গাড়ির জানালা ভেঙে নিজেই বেরিয়ে আসেন পন্থ। এর পর স্থানীয় লোকজন তাঁকে গাড়ির সামনে থেকে নিয়ে আসেন। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে মাটিতে পড়ে থাকতে দেখা যায় পন্থকে।

গোটা দুনিয়া এখন পন্থের দ্রুত আরোগ্য কামনা করছে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে পন্থের জন্য প্রার্থনা বার্তা।