IPL 2021: ঋষভ, শ্রেয়সদের খেলায় মুগ্ধ কোচ পন্টিং

দলের খেলায় কোচ পন্টিং এতটাই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন যে তিনি বলেন, 'দলের ওপর ক্রিকেটারদের দায়বদ্ধতা আমার থেকেও যেন বেশি। যে ভাবে মুম্বইয়ের বিরুদ্ধে হারা ম্যাচ জিতল শ্রেয়সরা তাতে আমি মুগ্ধ। ওই কঠিন পরিস্থিতিতে শ্রেয়স এবং অশ্বিনের ব্যাটিং দেখে খুব খুশি আমি।'

IPL 2021: ঋষভ, শ্রেয়সদের খেলায় মুগ্ধ কোচ পন্টিং
রিকি পন্টিং। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2021 | 1:23 PM

দুবাই: আইপিএলের (IPL) প্লে অফ (Play Off) আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। মুম্বইকে (Mumbai Indians) হারিয়ে প্রথম দুইয়ে থাকাও প্রায় নিশ্চিত করে ফেলেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দলের খেলায় উচ্ছ্বসিত কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের পারফরম্যান্সে প্রাক্তন অজি অধিনায়ক। এ বারের আইপিএল খেতাব জেতার অন্যতম দাবিদার হয়ে উঠেছে দিল্লি ক্যাপিটালস। কখনও আইপিএল জেতেনি দিল্লি। এ বার সেই বদনাম ঘোচাতে মরিয়া পন্থ, শ্রেয়সরা।

দলের খেলায় কোচ পন্টিং এতটাই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন যে তিনি বলেন, ‘দলের ওপর ক্রিকেটারদের দায়বদ্ধতা আমার থেকেও যেন বেশি। যে ভাবে মুম্বইয়ের বিরুদ্ধে হারা ম্যাচ জিতল শ্রেয়সরা তাতে আমি মুগ্ধ। ওই কঠিন পরিস্থিতিতে শ্রেয়স এবং অশ্বিনের ব্যাটিং দেখে খুব খুশি আমি।’ দল জেতার পর টুইটারে এ ভাবেই ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দেন পন্টিং।

শ্রেয়স আইয়ারের অপরাজিত ৩৩ আর অশ্বিনের অপরাজিত ২০ মুম্বইয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তে জয় এনে দিয়েছে। একটা সময় ম্যাচ হাতের থেকে বার হয়ে যাচ্ছিল। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় দিল্লি ক্যাপিটালস। আগামিকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। ধোনিদের হারালেই পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে যাবেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা। গত ম্যাচেই চেন্নাইয়ের জয়রথ থামিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তাই চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠাই এখন পাখির চোখ দিল্লির।

আরও পড়ুন: IPL 2021: ডু অর ডাই ম্যাচে মর্গ্যানদের অগ্নিপরীক্ষা