T20 Cricket: পেশাদার লিগে বোলিংয়ে বাবা, বিধ্বংসী ব্যাটিংয়ে মনোবল ভেঙে দিলেন ছেলে! রইল ভিডিয়ো

Father-Son Cricket: পরিশ্রম, অধ্যাবসায়ের মাধ্যমে এগিয়ে যান। এর মধ্যে অনেকেই হয়ে ওঠেন প্রজন্মের সেরা ক্রিকেটারও। যাই হোক, যে প্রসঙ্গে শুরু হয়েছিল। বাবা-ছেলের ক্রিকেট। তবে বাড়ির উঠোনে নয়। রীতিমতো পেশাদার ক্রিকেটে বাবার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং ছেলের।

T20 Cricket: পেশাদার লিগে বোলিংয়ে বাবা, বিধ্বংসী ব্যাটিংয়ে মনোবল ভেঙে দিলেন ছেলে! রইল ভিডিয়ো
Image Credit source: ScreenGrab

Jul 22, 2025 | 9:33 PM

যেন এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলেন! বাবা-ছেলের ক্রিকেট খেলা নতুন বিষয় নয়। বরং বলা ভালো অনেক তারকারই ক্রিকেটে হাতেঘরি বাবার সঙ্গেই। ধীরে ধীরে সেই স্বপ্নগুলো বাড়ির আঙিনা থেকে ছড়িয়ে পড়ে মাঠে। পরিশ্রম, অধ্যাবসায়ের মাধ্যমে এগিয়ে যান। এর মধ্যে অনেকেই হয়ে ওঠেন প্রজন্মের সেরা ক্রিকেটারও। যাই হোক, যে প্রসঙ্গে শুরু হয়েছিল। বাবা-ছেলের ক্রিকেট। তবে বাড়ির উঠোনে নয়। রীতিমতো পেশাদার ক্রিকেটে বাবার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং ছেলের। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার মহম্মদ নবির বোলিংয়ে ধুন্ধুমার ব্যাটিং তাঁর ছেলে হাসান এসাখালির।

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে আলাদা দলে খেলছেন মহম্মদ নবি ও তাঁর ছেলে হাসান। কলকাতা নাইট রাইডার্সের কিপার ব্যাটার রহমানুল্লা গুরবাজের মতো ক্রিকেটারও খেলছেন এই লিগে। আফগানিস্তানের সর্বোচ্চ লিগ। আর তাতেই বিধ্বংসী ব্যাটিং হাসানের। ৩৬ বলে হাফসেঞ্চুরি করেছেন। প্রায় ১৪৫-এর নজরকাড়া স্ট্রাইকরেটে ৫২ রান করেন হাসান।

আফগানিস্তানের শাপাগিজা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আমো রিজিয়ন ও মিশ আইনাক রিজিয়ন। আমো শার্কসের হয়ে খেলছেন হাসান। বাবার বিরুদ্ধে একটি ছয়ও মারেন। সব মিলিয়ে দুর্দান্ত একটা ইনিংস। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই নিয়ে নানা মজাও চলছে। এর আগে নবি অবশ্য একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ছেলের সঙ্গে খেলতে চান। সেই ইচ্ছে এখনই পূরণ হবে কি না বলা মুশকিল। তবে ঘরোয়া লিগে অবশ্য ইচ্ছে পূরণ হল নবির।