Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু রেকর্ড, যা আজও অক্ষত…

Happy Birthday Sourav Ganguly: একঝাঁক তরুণ ক্রিকেটার দলে। সঙ্গে সচিন-দ্রাবিড়-কুম্বলের মতো অভিজ্ঞরা। ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় ক্রিকেট। যার ফসল মিলেছে বছরের পর বছর। সেই মহারাজের জন্মদিনে ফিরে দেখা তাঁর এমন কিছু রেকর্ড, যা এখনও অক্ষত।

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু রেকর্ড, যা আজও অক্ষত...
Image Credit source: Clive Mason/Getty Images

Jul 08, 2025 | 6:18 PM

সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটে সকলের ‘দাদা’। মহারাজ, প্রিন্স অব ক্যালকাটা, গড অব অফসাইড। আরও নানা বিশেষণই যোগ করা হয় তাঁর নামের সঙ্গে। সেই কিংবদন্তি ক্রিকেটারের আজ জন্মদিন। এমন একটা সময় নেতৃত্বের হাল ধরেছিলেন, যখন ভারতীয় ক্রিকেটে অন্ধকার মুহূর্ত। সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। একঝাঁক তরুণ ক্রিকেটার দলে। সঙ্গে সচিন-দ্রাবিড়-কুম্বলের মতো অভিজ্ঞরা। ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় ক্রিকেট। যার ফসল মিলেছে বছরের পর বছর। সেই মহারাজের জন্মদিনে ফিরে দেখা তাঁর এমন কিছু রেকর্ড, যা এখনও অক্ষত।

কী সেই রেকর্ড?

  • সৌরভ গঙ্গোপাধ্যায় একমাত্র ক্রিকেটার যিনি টানা চারটি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন।
  • ওয়ান ডে ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক সৌরভ গঙ্গোপাধ্যায়ই।
  • বিশ্বকাপের মঞ্চে ১৮৩ রানের ইনিংস। ১৯৯৯ সালে টনটনে ওয়ান ডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ইনিংস খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যা বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক।
  • ভারতের প্রথম ক্যাপ্টেন হিসেবে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
  • ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ৩১৮ রানের জুটি গড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের মঞ্চে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ এটিই।
  • টেস্ট ক্রিকেটে ভারতের বাঁ হাতি ব্যাটারদের মধ্যে সর্বাধিক স্কোরের রেকর্ড এখনও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দখলেই। ২০০৭ সালে বেঙ্গালুরু টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
  • কয়েক মাসও হয়নি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। তবে একটা রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি। ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনালের মঞ্চে সেই রেকর্ড অক্ষত।