Sourav Ganguly: প্রথম সেশনে কে ভালো বোলিং করলেন? সৌরভ বলছেন…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 07, 2023 | 6:13 PM

IND vs AUS WTC Final 2023: ভারতীয় বোলিংয়ে উমেশ যাদবকে আরও ভালো পারফর্ম করতে হবে, এ বিষয়ে সন্দেহ নেই। কেন না, অশ্বিনের মতো স্পিনারদের বাদ দিয়ে ভরসা রাখা হয়েছে উমেশের ওপর। রোহিতের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করার দায়িত্ব উমেশের ওপর। বল আরও কিছুটা পুরনো হলে উমেশের রিভার্স সুইং দেখা যেতে পারে।

Sourav Ganguly: প্রথম সেশনে কে ভালো বোলিং করলেন? সৌরভ বলছেন...
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: প্রথম সেশনে শুরুর দিকে এক উইকেট। একেবারে শেষ দিকে ডেভিড ওয়ার্নারের মূল্যবান উইকেট। সার্বিক ভাবে প্রথম সেশনে ভারতের প্রাপ্তি অস্ট্রেলিয়ার দুই ওপেনারের উইকেট। উসমান খোয়াজা রান না পেলেও ডেভিড ওয়ার্নার লড়াই চালিয়ে যান। মার্নাস লাবুশেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৯ রান যোগ করেন ওয়ার্নার। ৪৩ রানে আউট হন ওয়ার্নার। তাঁর উইকেটের ক্ষেত্রে বাড়তি কৃতিত্ব প্রাপ্য উইকেট কিপার শ্রীকার ভরতের। লেগ সাইডে দুর্দান্ত ক্যাচ তাঁর। প্রথম সেশনে কেমন হল ভারতীয় বোলিং? কে বেশি নজর কাড়লেন! প্রথম সেশন শেষে সম্প্রচারকারী চ্যানেলে নানা বিষয়ে বিশ্লেষণ করলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের জন্য দুর্দান্ত সুযোগ ছিল প্রথম সেশন কাজে লাগানোর। রোহিত শর্মা টস জিতে ব্যাটিং নেওয়ায়, প্রথম ঘণ্টায় অজি ব্যাটারদের অস্বস্তিতে ফেলার সুযোগ ছিল ভারতীয় পেসারদের কাছে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘নতুন বলের ক্ষেত্রে আমি বলব, সামির তুলনায় সিরাজ ভালো বোলিং করেছে। ওয়ার্নারের জন্য শুরু থেকে সামি রাউন্ড দ্য উইকেট বোলিং করছিল। আমার মনে হয়, ওভার দ্য উইকেট বোলিং করলে বেশি সমস্যায় ফেলতে পারত।’ ওয়ার্নারকে সেট হওয়ার পর রান করতে যেন বেশি সাহায্য করেছে উমেশ যাদবের লাইন লেন্থ। সৌরভের কথায়, ‘ওয়ার্নার শর্ট পিচ ডেলভারি ভালো খেলে। উমেশ যাদব বেশ কিছু শর্ট পিচ ডেলিভারি দিয়েছে। ওয়ার্নার সেগুলো কাজে লাগিয়েছে।’

ওভালের মাঠ বরাবরই পছন্দের শার্দূল ঠাকুরের কাছে। ২০২১ সালে ইংল্যান্ড সফরে ওভাল টেস্টে ব্যাটিং-বোলিংয়ে নজর কেড়েছিলেন শার্দূল ঠাকুর। এই ম্যাচেও ওয়ার্নারের উইকেট নিয়ে ভারতকে লাঞ্চ বিরতির আগে স্বস্তি দেন শার্দূল। সৌরভের মতে, ‘শার্দূল শুধু একটা উইকেটের ক্ষেত্রেই নয়, পুরো ম্যাচেই ভূমিকা রাখবে।’

ওভালে সবে দ্বিতীয় সেশন চলছে। এই ম্যাচে এখনও অনেক রং বদল বাকি। ভারতীয় বোলিংয়ে উমেশ যাদবকে আরও ভালো পারফর্ম করতে হবে, এ বিষয়ে সন্দেহ নেই। কেন না, অশ্বিনের মতো স্পিনারদের বাদ দিয়ে ভরসা রাখা হয়েছে উমেশের ওপর। রোহিতের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করার দায়িত্ব উমেশের ওপর। বল আরও কিছুটা পুরনো হলে উমেশের রিভার্স সুইং দেখা যেতে পারে।

Next Article