Sourav Ganguly : ‘সরফরাজের জন্য দুঃখ হয়’, বাংলার ক্রিকেটারকে উপেক্ষা নিয়েও মুখ খুললেন সৌরভ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 30, 2023 | 7:30 AM

জাতীয় দল থেকে বারবার উপেক্ষিত। সরফরাজ খানকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly : সরফরাজের জন্য দুঃখ হয়, বাংলার ক্রিকেটারকে উপেক্ষা নিয়েও মুখ খুললেন সৌরভ
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : টেস্ট দলে সুযোগ পাওয়ার মানদণ্ড কি আইপিএল? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজের স্কোয়াড ঘোষিত হতেই প্রশ্নটা জোরালো হয়েছে। এর কারণটা হল, টেস্ট স্কোয়াডে ঋতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জয়সওয়ালের অন্তর্ভুক্তি। যশস্বী আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফর্ম করেছেন। ফলে তাঁর অন্তর্ভুক্তি মেনে নেওয়া যায়। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের সুযোগ পাওয়া ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি অনেকটাই আইপিএলের পারফরম্যান্সের উপর নির্ভর করে, এমনটাই অনুমান। সেখানে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা ক্রিকেটাররা বারবার উপেক্ষিত। সরফরাজ খান (Sarfaraz Khan), অভিমন্যু ঈশ্বরণরা ঘরোয়া ক্রিকেটে যতই ভালো পারফর্ম করুক, উপেক্ষিত থেকে যাচ্ছেন। এই আলোচনার মাঝে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর মতে, সরফরাজ খানের ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পাওয়া উচিত ছিল। মুম্বইয়ের ব্যাটারের জন্য খারাপ লাগছে তাঁর। বাংলার ক্রিকেটারকে নিয়েও মন্তব্য  করেছেন সৌরভ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লাল বলের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে আসছেন সরফরাজ খান ও অভিমন্যু ঈশ্বরণ। আগামী জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট টিমে এই দুই ক্রিকেটারের না থাকা চোখে লেগেছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে তেমন পারফর্ম করতে পারেননি সরফরাজ। অভিমন্যু ঈশ্বরণ আইপিএলে খেলেননি। এটাই কি কারণ টেস্ট টিমে জায়গা না পাওয়ার? সৌরভ কিন্তু এমনটা মনে করেন না। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর হওয়ার সুবাদে সরফরাজকে খুব কাছ থেকে দেখেছেন সৌরভ। তিনি বললেন, “যশস্বী জয়সওয়াল রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি, দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্স রয়েছে। আমার মতে, সেই কারণেই ও স্কোয়াডে। তবে সরফরাজের জন্য খারাপ লাগে। গত তিন বছর ধরে ও যে হারে রান করেছে তাতে ওর সুযোগ পাওয়া উচিত ছিল।”

একইসঙ্গে সৌরভ বলেন, “সমান অনুভূতি অভিমন্যু ঈশ্বরণের জন্য। গত পাঁচ থেকে ছয় বছর ধরে প্রচুর রান করেছে। ওদের দু’জন সুযোগ না পাওয়ায় আমি অবাক হয়েছি। ভবিষ্যতে ওদের জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত। তবে যশস্বী জয়সওয়ালের নির্বাচন খুব ভালো।”

Next Article