Sourav Ganguly: সৌরভের চোখে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড, জায়গা পেলেন কারা?

Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপের জন্য এখনও দল ঘোষণা করেনি ভারত। সম্প্রতি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপের জন্য নিজের পছন্দের টিম ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করলেন। কারা জায়গা পেলেন সেই স্কোয়াডে?

Sourav Ganguly: সৌরভের চোখে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড, জায়গা পেলেন কারা?
সৌরভের চোখে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড, জায়গা পেলেন কারা?Image Credit source: PTI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 26, 2023 | 12:40 PM

নয়াদিল্লি: বিশ্বকাপ (Cricket World Cup 2023) শুরু হওয়ার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। এখন চলছে দেশের মাটিতে মহাযুদ্ধ শুরু হওয়ার দিন গোনা। তার আগে ভারতীয় দলকে দেখা যাবে এশিয়া কাপে (Asia Cup) খেলতে। বিশ্বকাপে খেলতে চলা ১০টি দলকে তাদের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার জন্য ৫ সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছে। তার আগে এ বার ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য় তাঁর পছন্দের ভারতের স্কোয়াড বেছে নিলেন। তিনি মোট ১৫ জন ভারতীয় ক্রিকেটারকে বেছে নিয়েছেন আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য নিজের পছন্দের দলে। কারা জায়গা পেলেন মহারাজের বেছে নেওয়া বিশ্বকাপের স্কোয়াডে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মহারাজের চোখে ভারতের বিশ্বকাপ স্কোয়াড

আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য নিজের পছন্দের যে ১৫ জন সদস্যকে বেছে নিয়েছেন সৌরভ তাতে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রয়েছে। তাঁর মতে, বিশ্বকাপের স্কোয়াডে অভিজ্ঞতা যেমন প্রয়োজন, তেমনই তারুণ্যও প্রয়োজন। এ বারের এশিয়া কাপে ভারতের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তার থেকে তিনজন ক্রিকেটারকে বাদ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের জন্য ভারতের টপ অর্ডারে সৌরভ দেখছেন রোহিত শর্মা, শুভমন গিল এবং ঈশান কিষাণকে। এরপর মিডল অর্ডারে তিনি ভরসা রাখতে চান বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদবের উপর।

উইকেট কিপারের দায়িত্ব সৌরভ তুলে দিতে চান ঈশান কিষাণ এবং লোকেশ রাহুলের উপর। এ ছাড়া বিশ্বকাপে রোহিতের ডেপুটি হিসেবে হার্জিক পান্ডিয়াকে দেখতে চান সৌরভ। অল-রাউন্ডার বিভাগে সৌরভের পছন্দের ১৫ সদস্যের টিমে জায়গা করে নিয়েছেন রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল। এ ছাড়া স্পিনার স্পেশালিস্ট হিসেবে দাদার পছন্দ কুলদীপ যাদবকে।

সৌরভ অবশ্য তাঁর পছন্দের বিশ্বকাপের মূল স্কোয়াডে তিলক ভার্মা, প্রসিধ কৃষ্ণা ও যুজবেন্দ্র চাহালকে রাখেননি। বরং তিনি তাঁদের রেখেছেন স্ট্য়ান্ডবাই প্লেয়ারদের তালিকায়। কোনও ব্যাটার যদি চোট পান সেক্ষেত্রে তিলককে খেলানো যায় যাতে। এ ছাড়া কোনও পেসার চোট পেলে দায়িত্ব সামলাতে ডাক পড়তে পারে প্রসিধের। তেমনই স্পিনারের চোট হলে খেলানো যেতে পারে চাহালকে।

সৌরভ গঙ্গোপাধ্যায় ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছেন তাতে রয়েছেন — রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।