Sourav Ganguly: কোটি-কোটি টাকা কর দিলেন সৌরভ, জানেন মহারাজের মোট সম্পত্তির পরিমাণ কত?
Tax: বিদেশের মাটিতেও জিততে পারে টিম, লড়াই করতে পারে প্রমাণ করে দিয়েছিলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে এখন তিনি বাংলার অন্যতম চর্চিত সঞ্চালক, ব্যবসাতেও নিজের জায়গা পাকা করেছেন তিনি।
বাংলা ও বাঙালির কাছে ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই আবেগ। ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় এনেছিলেন। ২২ গজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়া সকলের মধ্যে সৌরভের আধিপত্য আরও বাড়িয়ে তুলেছিল । বিদেশের মাটিতেও জিততে পারে টিম, লড়াই করতে পারে প্রমাণ করে দিয়েছিলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে এখন তিনি বাংলার অন্যতম চর্চিত সঞ্চালক, ব্যবসাতেও নিজের জায়গা পাকা করেছেন তিনি। এবার দিলেন মোটা টাকা কর। ২০২৩-২৪ আর্থিক বর্ষে সৌরভ গঙ্গোপাধ্যায় দিলেন মোটের ওপর ২৩ কোটি টাকা কর।
প্রসঙ্গত, বর্ণময় ক্রিকেট কেরিয়ারে প্রচুর অর্থ উপার্জন করেছেন। এ ছাড়াও ব্যবসার ক্ষেত্রেও সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম সফল একজন। তাঁর সম্পত্তির আনুমানিক পরিমাণ ৮৫ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০ কোটি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্র্যান্ড ভ্যালু এক বিন্দুও কমেনি। ফলে এনডোর্সমেন্ট, বিজ্ঞাপন থেকেও প্রচুর আয় করেছেন। যেমন পুমা, জেএসডব্লিউ, অজন্তা শু, মাই১১সার্কেল, টাটা টেটলি, আদানি গ্রুপ ফরচুন অয়েল এমন অনেক ব্র্যান্ডের সঙ্গেই সৌরভের যোগসূত্র। এ ছাড়া ধারাভাষ্য, টেলিভিশন শো, এডুকেশন অ্যাপেরও এনডোর্সমেন্ট তো রয়েছেই।
দাদাগিরি রিয়্যালিটি শো থেকেও তাঁর আয় নেহাতই কম নয়। সেখান থেকেও ভাল টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সৌরভ। ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় তাঁর প্রতিটা কাজ। সম্প্রতিতে যদিও ট্রোলের শিকার হতে হয় দাদাকে, তবে তিলোত্তমার বিচার চেয়ে তিনিও নেমেছেন পথে। সরব হয়েছেন মেয়েদের নিরাপত্তা নিয়েও।