Sourav Ganguly: প্রথমবারের মতো WPL-এর নিলামে সৌরভ, দিল্লির ভাগ্য কি বদলাতে পারবেন মহারাজ?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 09, 2023 | 2:36 PM

WPL Auction 2024: দিল্লির হয়ে প্রথবার নিলাম ঘরে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রথম বার নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত সৌরভ। আজ সকালে দিল্লি ক্যাপিটালসের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যাতে ডব্লিউপিএলের নিলাম নিয়ে উৎসাহ প্রকাশ করতে দেখা গেল মহারাজকে। নিলাম নিয়ে কী বলছেন তিনি?

Sourav Ganguly: প্রথমবারের মতো WPL-এর নিলামে সৌরভ, দিল্লির ভাগ্য কি বদলাতে পারবেন মহারাজ?
সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit source: ছবি: X

Follow Us

মুম্বই: বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর ঘুরেছে ক্রিকেটের মেগা ইভেন্ট অর্থাৎ প্রিমিয়ার লিগের দিকে। সব ঠিক থাকলে নতুন বছরের প্রথম দিকে শুরু হবে আইপিএল ২০২৪। তার আগে রয়েছে ডব্লিউপিএল। আজ, ৯ ডিসেম্বর মুম্বইয়ে বসতে চলেছে ডব্লিউপিএলের নিলামের আসর। এ বার দিল্লির হয়ে প্রথবার নিলাম ঘরে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রথম বার নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত সৌরভ। আজ সকালে দিল্লি ক্যাপিটালসের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যাতে ডব্লিউপিএলের নিলাম নিয়ে উৎসাহ প্রকাশ করতে দেখা গেল মহারাজকে। নিলাম নিয়ে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

২০২২ এর শেষের দিকে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব কাঁধে তুলে নেন সৌরভ। শেষের দিকে যোগ দিয়ে ডব্লিউপিএলের প্রথম সংস্করনের কোচ, অন্যান্য দিকগুলো দেখলেও নিলামে অংশ নেওয়া হয়নি। এ বার মেয়েদের প্রিমিয়ার লিগের নিলামে দিল্লির হয়ে নজর কাড়তে চলেছেন ভারতের ,প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ, নিলামের দিন সকালে দিল্লি ক্যাপিটালসের তরফে একটি ভি়ডিয়ো আপলোড করা হয়েছে। যাতে নিলামে অংশ নেওয়া নিয়ে বক্তব্য রেখেছেন মহারাজ। এউই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, “২০২২ এর শেষের দিকে যোগ দিই। ওইসময় কোচিং স্টাফ, অন্যান্য দিকগুলোতে নজর দিয়েছিলাম। কিন্তু নিলামে বসার সুযোগ হয়নি। এ বার সেটা হবে। ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা হতে চলেছে। নিলামে টেবলে বসে সব সিদ্ধান্ত নিতে হয়। আগে পরে ভাবার কিছু নেই।  তাই  সেভাবে তৈরি হয়েই নামতে হচ্ছে।”


নিজের দল দিল্লিকে নিয়ে আত্মবিশ্বাসীও সৌরভ। আগের বার ফাইনালে হরমনপ্রীতের দল মুম্বইয়ের কাছে হেরেছিল দিল্লি। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সৌরভ। আগের বার একটুর জন্য ট্রফি না জিতলেও, ২০২৪ সংস্করনে ছাপ ফেলবে তাঁর দল, এই ব্যাপারে আশাবাদী মহারাজ।

Next Article