Sourav Ganguly: বায়োপিকের কাজে বাণিজ্যনগরীতে মহারাজ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 24, 2023 | 2:29 PM

Biopic: এর আগে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক বেশ জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়া ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিকও বাজার দর বেশ হাঁকিয়েছিল। সচিন তেন্ডুলকরের ডকুমেন্টরিও প্রকাশ হয়েছে এর আগে। এ বার পালা সৌরভের।

Sourav Ganguly: বায়োপিকের কাজে বাণিজ্যনগরীতে মহারাজ
Image Credit source: FACEBOOK

Follow Us

কলকাতা: প্রায় এক বছর ধরেই শোনা যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কথা। এ বার সেই কাজে গতি আনতে মুম্বই পাড়ি মহারাজের। সোমবার সন্ধেয় বাণিজ্যনগরীতে উড়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভের আত্মজীবনী ফুটিয়ে তোলা হবে পর্দায়। বায়োপিক তৈরিতে চিত্রনাট্যর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। ভারতের প্রাক্তন বোর্ড সভাপতির সবুজ সংকেত মিললেই বায়োপিক তৈরির কাজে নামবে ছবির নির্মাতারা। এর আগে শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে পারেন রনবীর কাপুর। যদিও সেই কাজ মাঝপথে থেমে যায়। দীর্ঘদিন ধরেই সৌরভের বায়োপিক তৈরির কাজ নিয়ে কথাবার্তা চলছে। তবে এ বিষয়ে কোনও তাড়াহুড়ো চাইছেন না বেহালার বাঁ-হাতি ব্যাটার। বরং আত্মজীবনকে আরও জমজমাট ভাবে পর্দায় প্রকাশ করতে উদ্যোগী মহারাজ। বিস্তারিত TV9Bangla-য়।

এর আগে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক বেশ জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়া ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিকও বাজার দর বেশ হাঁকিয়েছিল। সচিন তেন্ডুলকরের ডকুমেন্টরিও প্রকাশ হয়েছে এর আগে। এ বার পালা সৌরভের। তবে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। মঙ্গলবার ছবির নির্মাতাদের সঙ্গে বায়োপিকের বিষয়ে কথা বলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মুম্বই যাওয়ার আগে বিমানবন্দরে সৌরভ বলেন, ‘বেশ কিছু কাজের জন্যই মুম্বই যাচ্ছি। তবে বায়োপিক তার মধ্যে অন্যতম একটি বিষয়।’

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবন জুড়ে উত্থান-পতন। ভারতীয় ক্রিকেটের উত্থানের পিছনে মহারাজের অবদান অনস্বীকার্য। সৌরভের ক্যাপ্টেন্সিতেই ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। গড়াপেটার অন্ধকার থেকে ভারতীয় দলের এই সাফল্যের পিছনে বীজ বোনার কাজ করেছিলেন সৌরভই। ইংল্যান্ডের মাটিতে ন্যাটওয়েস্ট ট্রফি জয়, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়, বর্ডার-গাভাসকর সিরিজ জয়, বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়- অনেক সাফল্য জড়িয়ে রয়েছে সৌরভের ক্যাপ্টেন্সিতে। এমনকি সৌরভের অধিনায়কত্বে পাকিস্তানের মাটিতে টেস্ট আর একদিনের সিরিজও জিতেছে ভারতীয় দল। সেই সবকিছুই ফুটিয়ে তোলা হবে মহারাজের বায়োপিকে। তবে সৌরভের বায়োপিকে আরও বেশি নজর থাকবে গ্রেগ চ্যাপেল অধ্যায়ের উপর।

Next Article