ICC World Cup: প্রস্তুতি ম্যাচে নেই প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা, হঠাৎ ফিরলেন দেশে

আগামিকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন রয়েছে তিনটি ম্যাচ। আগামিকাল তিরুবনন্তপুরমে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দক্ষিণ আফ্রিকার। তার আগে হঠাৎই দেশে ফিরে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)।

ICC World Cup: প্রস্তুতি ম্যাচে নেই প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা, হঠাৎ ফিরলেন দেশে
ICC World Cup: প্রস্তুতি ম্যাচে নেই প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা, হঠাৎ ফিরলেন দেশে Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 28, 2023 | 8:20 PM

নয়াদিল্লি: দিনকয়েক আগে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) জন্য ভারতে এসেছে প্রোটিয়া টিম। বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আগামিকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন রয়েছে তিনটি ম্যাচ। আগামিকাল তিরুবনন্তপুরমে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দক্ষিণ আফ্রিকার। তার আগে হঠাৎই দেশে ফিরে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ৭ অক্টোবর। আজ প্রোটিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিনায়ক তেম্বা বাভুমা বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচে খেলবেন না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন দলের অধিনায়ক তেম্বা বাভুমা। তাই আগামিকাল আফগানদের বিরুদ্ধে এবং এরপর ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতে চলা বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে খেলবেন না বাভুমা। আর কোনও তথ্য জানানো হয়নি। ফলে তিনি কবে ভারতে ফিরবেন তা স্পষ্ট নয়। অবশ্য ক্রিকেট মহলে আশা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ সফর শুরু করার আগে ভারতে ফিরবেন বাভুমা। প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমার অনুপস্থিতিতে এইডেন মার্করাম আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা টিমের হয়ে নেতৃত্ব দেবেন। বাভুমার জায়গায় রিজা হেন্ড্ররিক্সকে ওপেন করতে দেখা যাবে।

প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা দলের টপ অর্ডারের অন্যতম বড় ভরসা। ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ১১৪ রান করেছিলেন বাভুমা। তারপরেই অবশ্য হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও পরের দুই ম্যাচ খেলেন তিনি। চতুর্থ ওডিআইয়ের আগে পেশিতে আবার টান ধরে তেম্বা বাভুমার। তাই অজিদের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে খেলেননি তিনি। এরপর পঞ্চম ম্যাচে ফেরেন এবং শূন্যে আউট হন বাভুমা।