SA vs WI: টি-২০-র অবিশ্বাস্য লড়াই, ২৫৯ রান তাড়া করে জিতল দক্ষিণ আফ্রিকা!

এই জয়ে সিরিজ এখন ১-১। সিরিজের প্রথম বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছিল।

SA vs WI: টি-২০-র অবিশ্বাস্য লড়াই, ২৫৯ রান তাড়া করে জিতল দক্ষিণ আফ্রিকা!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 12:02 AM

সেঞ্চুরিয়ন: অবিশ্বাস্য বললেও কম বলা হয়। টি-২০ ফরম্যাটে ১৮০-১৯০ রান ওঠা মানে অনেকটাই নিরাপদ। রান তাড়া করা দলটি চাপেই থাকে। কিন্তু রবিবারের দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (SA vs WI) ম্যাচ সেসব ধারণা বদলে দিল এক লহমায়। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের এই ম্যাচ প্রমাণ করে দিল, টি-২০তে আড়াইশো রানও নিরাপদ নয়। রবিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা টি-২০তে রেকর্ড ২৫৯ রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে। তাও আবার ৭ বল বাকি থাকতেই। প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানদের ধুঁয়াধার ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ওঠে ২৫৮ রান। দক্ষিণ আফ্রিকা ১৮.৫ ওভারে ৪ উইকেট খুইয়ে লক্ষ্য পার করে যায় (T20 Series)। প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ৪৫ বলে অনবদ্য শতরানের ইনিংস খেললেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের কল্যাণে টি-২০তে সবচেয়ে বড় রান চেজের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। বিস্তারিত Tv9 banglaর এই প্রতিবেদনে।

ডি কক ৪৪ বলে ৯টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়ে ১০০ রান করে আউট হন। ডি কক ছাড়া দক্ষিণ আফ্রিকার রিজা হেনরিকস ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১১টি চার ও ২টি পেল্লাই ছক্কা। ক্যাপ্টেন এডেন মার্করাম ২১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। পাশাপাশি রাইলি রুশো এবং হেনরিক ক্লাসেন ১৬-১৬ রানের অবদান রাখেন। এই জয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সিরিজ ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রান চেজ করার রেকর্ড ছিল। ম্যাচে অস্ট্রেলিয়া ৫ উইকেটে নিউজিল্যান্ডকে হারায়। যদিও সে বার আড়াইশো রান পার হয়নি। ২০১৮ সালের ট্রাই সিরিজের ওই ম্যাচে ২০ ওভারে ২৪৩ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে ফেলে অজিরা।

যাকে বলে সেয়ানে সেয়ানে লড়াই। টস হারের পর ক্যারিবিয়ান দল প্রথমে ব্যাট করতে নামে। প্রথমদিকটা খুব একটা ভালো কাটেনি। তৃতীয় ওভারে প্রথম উইকেট হারিয়ে ফেলেছিল ক্যারিবিয়ান টিম। ব্রেন্ডন কিং ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর জনসন চার্লস এবং কাইল মেয়র্সের ব্যাটে ঝড় ওঠে সুপারস্পোর্ট পার্কে। চার্লস ৩৯ বলে শতরান হাঁকান তেমনই ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন মেয়র্স। এখানেই শেষ নয়। রোভম্যান পাওয়েল এবং রোমারিয়া শেফার্ডও দক্ষিণ আফ্রিকার বোলারদের খুব পরীক্ষা নেন। ১৮ বলে অপরাজিত ৪১ রান করেন শেফার্ড। ১৯ বলে ২৮ রান পাওয়েলের।

রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ানদের বাস্তবের মাটিতে নামিয়ে আনেন কুইন্টন ডি ককরা। আড়াইশোর বেশি রান তাড়া করে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের ইনিংস মিলিয়ে ৩৮.৫ ওভারে উঠল ৫১৭ রান। ভাবা যায়!