আমেদাবাদ: বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্বের অন্তিম লগ্ন চলছে। আজ আমেদাবাদে গ্রুপ পর্বের ৪২ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa) ও হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান (Afghanistan)। টিম ইন্ডির পর বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা দ্বিতীয় দল দক্ষিণ আফ্রিকা। আফগানদের বিরুদ্ধে শুক্রবার দুই পয়েন্টেই নজর বাভুমাদের। তা করতে পারলে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ করতে পারবে প্রোটিয়ারা। অন্যদিকে তেইশের বিশ্বকাপের স্বপ্ন বলতে গেলে শেষ হয়ে গিয়েছে আফগানদের। এই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা খুলতে চাইবেন রশিদ খানরা। আর এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
এক ঝলকে দেখে নিন আজকের ম্যাচে আমেদাবাদে যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই দলের ক্রিকেটাররা —
এইডেন মার্কব়্যাম – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য প্রোটিয়া তারকা ক্রিকেটার এইডেন মার্কব়্যামের প্রয়োজন আর ২টি ছয়।
কুইন্টন ডি’কক – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৫০০টি ক্যাচের রেকর্ড থেকে ১টি ক্যাচ দূরে রয়েছেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি’কক।
কেশব মহারাজ – প্রোটিয়া তারকা বোলার কেশব মহারাজ আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে উইকেটের হাফসেঞ্চুরির সামনে রয়েছেন। তার জন্য কেশব মহারাজকে নিতে হবে আর ১টি উইকেট।
লুনগি এনগিডি – দক্ষিণ আফ্রিকার তারকা বোলার লুনগি এনগিডির আন্তর্জাতিক ক্রিকেটে ২০০টি উইকেটের রেকর্ড পূর্ণ করার জন্য চাই আর ৩টি উইকেট।
মহম্মদ নবি – আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবির ওডিআইতে ১০০টি ছক্কার রেকর্ড গড়ার জন্য চাই ১টি ছয়।
রহমত শাহ – আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য আফগান ক্রিকেটার রহমত শাহর চাই আর ১৩ রান।