আমেদাবাদ: তেইশের বিশ্বকাপ শেষ ল্যাপে। সেমিফাইনালের লাইন আপও তৈরি। ইডেনে মিরাকল না হলে এই লাইন আপ বদল হবে না। চার সেমিফাইনালিস্টের মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। আজ, শুক্রবার আমাদেবাদে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ম্যাক্সওয়েল বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স আফগানিস্তানের। যদিও জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করা হল না। ভারতের কাছে মাত্র ৮৩ রানে অলআউট থেকে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় পাঁচ উইকেটে জয় প্রোটিয়াদের। সেমিফাইনালের জন্য আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল তারা। এই ম্যাচের লাইভ আপডেট পেতে চান? তবে নজর রাখুন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।
সেমিফাইনালে যেতে না পারলেও সফলতম বিশ্বকাপ আফগানিস্তানের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে। এ ছাড়াও প্রাক্তন দুই চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকেও হারিয়েছে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও লড়াই করেছে আফগানিস্তান। এ বারের মতো তাদের বিশ্বকাপ অভিযান শেষ। প্রোটিয়াদের বিরুদ্ধে পারফরম্যান্স কেমন হল, বিস্তারিত পড়ুন: জয়ে ফিরল প্রোটিয়ারা, গর্বে বিশ্বকাপ সফর শেষ আফগানিস্তানের
ডি কককে ফেরালেন নবি। দ্বিতীয় উইকেট হারাল প্রোটিয়ারা।
প্রথম উইকেট হারাল প্রোটিয়ারা। প্যাভিলিয়নে ফিরলেন তেম্বা বাভুমা। ক্রিজে ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে ডি কক ও বাভুমা জুটি।
প্রোটিয়াদেের ২৪৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান। অল্পের জন্য সেঞ্চুরি হল না ওমরজাইয়ের। শেষ বলে বাউন্ডারি মারলে সেঞ্চুরি হত। তাঁর স্ট্রেট ড্রাইভ আটকে যায় বোলার রাবাডার পায়ে। বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সেঞ্চুরিয়ন পেত আফগানিস্তান।
নবম উইকেট হারাল আফগানিস্তান। ফিরলেন মুজিবউর রহমান।
অষ্টম উইকেট হারাল আফগানিস্তান। ফিরলেন নুর আহমেদ।
হাল ধরতে এসেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ফিরলেন রশিদ।
হাল ধরতে এসে ফিরলেন ইকরাম। কোয়েটজির দ্বিতীয় শিকার ইকরাম।
চতুর্থ উইকেট হারিয়ে চাপে আফগানরা। এ বার ফিরলেন রহমত শাহ।
মহারাজের দ্বিতীয় সাফল্য়। প্যাভিলিয়নে ফিরলেন হসমতউল্লাহ শাহিদি।
আজ আর জ্বলে ওঠা হল না ইব্রাহিম জাদরানের। তাঁকে ফেরালেন কোয়েটজি।
কেশব মহারাজ তুলে নিলেন রহমানুল্লা গুরবাজের উইকেট। প্রথম ধাক্কা খেল আফগানরা।
৫ ওভার শেষে আফগানদের ঝুলিতে ২৫ রান। একটিও উইকেট হারায়নি আফগানিস্তান।
ওপেনিংয়ে ইব্রাহিত জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ জুটি। আক্রমণে কাগিসো রাবাডা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদির।