আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) একাদশতম দিনে আবু ধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে ছিল তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa) ও মাহমুদুল্লাহের বাংলাদেশ (Bangladesh)। টসে জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটং করতে পাঠিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। রাবাডা-নর্টজেদের দাপটে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষ করার আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৮.২ ওভার খেলে ৮৪ রান তোলে মাহমুদুল্লাহরা। ১২০ বলে ৮৫ রান তুলতে হত ডি’ককদের। ১৩.৩ ওভারেই নির্ধারিত টার্গেট পূরণ করে ফেলে দঃ আফ্রিকা। ৪ উইকেটের বিনিময়ে ৮৬ রান তোলার পাশাপাশি ম্যাচ জিতে নিয়েছেন বাভুমারা। অন্যদিকে সুপার-১২-এ হারের হ্যাটট্রিকের পরও কোনও ম্যাচে জিততে পারল না বাংলাদেশে। যদিও লিটনদের বাকি রয়েছে আর একটা ম্যাচ। সেটা শুধু সম্মান রক্ষার ম্যাচেই আবদ্ধ থাকবে।
১৩.৩ ওভারেই নির্ধারিত টার্গেট পূরণ করে ফেলেছে দঃ আফ্রিকা। ৪ উইকেটের বিনিময়ে ৮৬ রান তোলার পাশাপাশি ম্যাচ জিতে নিয়েছেন বাভুমারা।
South Africa make it three victories in a row ?#T20WorldCup | #SAvBAN | https://t.co/ahwmbzGcK2 pic.twitter.com/F7JrufkHTw
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021
খেলা বাকি ১০ ওভারের। তবে প্রোটিয়াদের ম্যাচ জিততে চাই ৬০ বলে ৩০ রান
প্রথম ওভারেই ওপেনার রেজা হেনড্রিক্সের উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। এবং পঞ্চম ওভারে ডি’ককের উইকেটও হারিয়ে বসল বাভুমারা। ৫ ওভারে দঃ আফ্রিকার স্কোর ২৮/২
রান তাড়া করতে নামলেন কুইন্টন ডি’কক ও রেজা হেনড্রিক্স।
নির্ধারিত ২০ ওভারের খেলা শেষ করার আগেই অলআউট হয়ে গেল বাংলাদেশ। ১৮.২ ওভার খেলে ৮৪ রান তুলেছে মাহমুদুল্লাহরা।
A spectacular performance from South Africa leads to them bowling out Bangladesh for 84 ?
Which bowler impressed you the most?#T20WorldCup | #SAvBAN | https://t.co/ahwmbzGcK2 pic.twitter.com/8CgxeaTNI8
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৬২ রান তুলেছে বাংলাদেশ
প্রোটিয়ারা রীতিমতো চাপে ফেলে দিয়েছে বাংলাদেশকে। কোনও জুটিকেই থিতু হতে দিচ্ছেন না রাবাডারা। ১০ ওভারে ৫০ রানও স্কোরবোর্ডে তুলতে পারেনি বাংলাদেশ। ১০ ওভারে টাইগারদের স্কোর ৫ উইকেটে ৪০।
পাওয়ার প্লে-তে বাংলাদেশের ওপর চাপ ধরে রেখেছে দঃ আফ্রিকা। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে বাংলাদেশ।
৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। ৫ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২৪/২
After 5 overs, Bangladesh are 24/2. Liton (14*) and Mushfiqur (0*) are at the crease.#BANvSA #T20WorldCup pic.twitter.com/Pm9tnytHyl
— Bangladesh Cricket (@BCBtigers) November 2, 2021
কোনও উইকেট না হারিয়ে প্রথম ৩ ওভারে লিটন দাস ও মহম্মদ নইমের ওপেনিং জুটিতে তুলেছে ১৭ রান।
ওপেনিংয়ে নামলেন লিটন দাস ও মহম্মদ নইম
মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের বদলে আজ বাংলাদেশের প্রথম একাদশে রয়েছেন শামিম হোসেন ও নাসুম আহমেদ।
বাংলাদেশের প্রথম একাদশ: মহম্মদ নইম, শামিম হোসেন, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মুসফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।
Two changes in the Bangladesh Playing XI. Shamim Hossain and Nasum Ahmed come in the side replacing injured Shakib Al Hasan and Mustafizur Rahman.#BANvSA #T20WorldCup pic.twitter.com/yfhHvJhx7x
— Bangladesh Cricket (@BCBtigers) November 2, 2021
দঃ আফ্রিকার প্রথম একাদশ: তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, এনরিক নর্টজে ও তাবরাইজ শামসি।
? TEAM ANNOUNCEMENT
?? Consistency is the name of the game as there are no changes to the starting XI
? Ball by Ball https://t.co/c1ztvrT95P#BANvSA #T20WorldCup #BePartOfIt pic.twitter.com/sP1wEos4rM
— Cricket South Africa (@OfficialCSA) November 2, 2021
টসে জিতল দক্ষিণ আফ্রিকা
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন দঃ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।
Temba Bavuma has won the toss and elected to field first in Abu Dhabi ? #T20WorldCup | #SAvBAN | https://t.co/ahwmbzGcK2 pic.twitter.com/fz25eBXGn3
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এর আগে ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ছ’বারই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবং বিশ্বকাপের মঞ্চে এর আগে এক বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। তাতেও জয় প্রোটিয়াদের। আজ কি বাংলাদেশ সেই রেকর্ড ভাঙতে পারবে? তা জানতে নজর রাখতে হবে আবু ধাবির আজকের প্রথম ম্যাচে।
Experience and consistency when these two have ball in hand ??#T20WorldCup #BePartOfIt pic.twitter.com/J3pA4ltV7x
— Cricket South Africa (@OfficialCSA) November 2, 2021
?????? ?????? in Abu Dhabi ??
Who are you backing here?#T20WorldCup pic.twitter.com/GczDabHZ9l
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021