
মুম্বই: গ্রুপ পর্বে বেশ ভালোই জমে উঠেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) । হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হচ্ছে সব দলগুলি। ক্রমাগত পরিবর্তন হচ্ছে পয়েন্ট টেবিল। ঘটছে অঘটনও। এ বার পরীক্ষা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের। চলতি বিশ্বকাপে শুরু থেকে দুরন্ত ইনিংস খেলছে প্রোটিয়ারা। পাঁচ ম্য়াচের চারটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে তেম্বা বাভুমার দল। শুধু এক ম্যাচেই নেদারল্যান্ডসের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চার ম্য়াচের মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। কাল প্রোটিয়াদের বিরুদ্ধে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই। দক্ষিণ আফ্রিকার সামনে মাথা তুলে দাঁড়াতে নিঃসন্দেহে বেগ পেতে হবে বাংলাদেশকে। তবে এ বিশ্বরকাপ অঘটনের। কখন কী হয় কিছুই বলা যায় না। কেমন হয় লড়াইটা তাই এখন দেখার। কোথায়, কখন কীভাবে দেখবেন এই ম্যাচটি? বিস্তারিত জানুন, TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটি কবে হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটি ২৪ অক্টোবর, সোমবার হবে।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটি কখন শুরু হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটির টস কখন হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটি কোথায় হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটি কোথায় দেখতে পাবেন?
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং চাইলে দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি এই ম্যাচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।