IPL 2022: রাবাডা, নর্টজেরা কবে থেকে আইপিএলে, সংশয় ক্রমশ বাড়ছে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 07, 2022 | 3:45 PM

আইপিএল বনাম দক্ষিণ আফ্রিকা চলছে শুরু থেকে। ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়ার বেশ কিছু ক্রিকেটার নিজেদের আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। আইপিএলে খেলার ফলে দেশের হয়ে তাঁরা সেরা দিতে পারছেন না, এমন অভিযোগও উঠছিল। তবে প্রথম সারির ইংলিশ ও অজি ক্রিকেটাররা খেলছেন আইপিএলে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা নিয়ে প্রশ্ন উঠছিল।

IPL 2022: রাবাডা, নর্টজেরা কবে থেকে আইপিএলে, সংশয় ক্রমশ বাড়ছে
IPL 2022: রাবাডা, নর্টজেরা কবে থেকে আইপিএলে, সংশয় ক্রমশ বাড়ছে (Pic courtesy-Twitter)

Follow Us

সেঞ্চুরিয়ন: কাগিসো রাবাডা (Kagiso Rabada), অনরিখ নর্টজে (Anrich Nortje), মার্কো জেনসেনদের (Marco Jansen) নিয়ে তীব্র অনিশ্চয়তা আইপিএলে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের খেলা নিয়ে সংশয় নেই। কিন্তু তাঁদের কবে থেকে পাওয়া যাবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটছে না। প্রোটিয়া বোর্ডের যা মনোভাব, তাতে এপ্রিলের মাঝামাঝি থেকে আইপিএলে খেলতে দেখা যেতে পারে রাবাডা-নর্টজেদের। যার অর্থই হল, শুরুর ৪-৫টা ম্য়াচ হয়তো খেলতে পারবেন না তাঁরা। এর ফলে কম-বেশি তাঁদের টিম সমস্যায় পড়বেই। ২৬ মার্চ থেকে শুরু আইপিএল। ১৮ দিন পর বিউগল বেজে উঠবে। বিশ্বের সেরা ফ্র্য়াঞাইজি লিগের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে টিমগুলো। প্রায় সব টিমই নেমে পড়তে চাইছে আইপিএলের প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত থাকার কারণে প্রোটিয়া ক্রিকেটাররা কোনও ভাবেই হয়তো শুরু থেকে খেলতে পারবেন না ভারতের কুড়ি-বিশের লিগে।

বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ শুরু ১৮ মার্চ, ওয়ান ডে ম্য়াচ দিয়ে। দু’টেস্টের সিরিজ শেষ ১২ এপ্রিল। দক্ষিণ আফ্রিকান বোর্ডের মিডিয়া ম্যানেজার বলেছেন, ‘আইপিএলের শুরু থেকে রাবাডারা খেলতে পারবে কিনা, তা নিয়ে এখনই মন্তব্য করতে চাইছি না। এটুকু বলতে পারি, ওয়ান ডে ও টেস্ট সিরিজ নিয়েই আমরা এখন ভাবছি। আর এই দুটো সিরিজে খেলার জন্য আমাদের টিমের সবাই তৈরি। সবাই এই দুটো সিরিজে হাজির থাকবে।’ এই মন্তব্য়ের পরই পুরো পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। তবে রাবাডা, নর্টজেদের টিমের এক কর্তা বলছেন, ‘আমাদের কাছে যা তথ্য় আছে, সেই মতো ওদের আইপিএলের শুরুতে পেতে কোনও সমস্য়া হবে না।’

আইপিএল বনাম দক্ষিণ আফ্রিকা চলছে শুরু থেকে। ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়ার বেশ কিছু ক্রিকেটার নিজেদের আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। আইপিএলে খেলার ফলে দেশের হয়ে তাঁরা সেরা দিতে পারছেন না, এমন অভিযোগও উঠছিল। তবে প্রথম সারির ইংলিশ ও অজি ক্রিকেটাররা খেলছেন আইপিএলে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা নিয়ে প্রশ্ন উঠছিল। প্রোটিয়াদের টেস্ট ক্য়াপ্টেন ডিন এলগার বলেছিলেন, তাঁর টিমের ক্রিকেটাররা দেশের প্রতি সমান দায়বদ্ধ। গুরুত্বপূর্ণ সিরিজে নিশ্চিত ভাবেই তাঁরা খেলবেন। সে দিকেই যে গড়াচ্ছে পরিস্থিতি, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: IPL 2022: ধোনি ধোনি…; জয়ধ্বনিতে মত্ত সুরাট

Next Article