নেটে নেমে পড়লেন ‘নাইট’ ভাজ্জি

Apr 03, 2021 | 6:26 PM

১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম ম্যাচ। হাতে আর মাত্র এক সপ্তাহ সময়। জোরকদমে চলছে নাইটদের অনুশীলন। এ বার কোয়ারান্টিন পর্ব কাটিয়ে নাইট শিবিরের অনুশীলনে যোগ দিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। ভাজ্জির অভিজ্ঞতা নাইটদের বোলিং বিভাগকে আরও মজবুত করবে। এমনটাই মনে করছে ক্রিকেট মহলের একাংশ।

1 / 5
দলের সঙ্গে প্রথমদিন অনুশীলন করলেন হরভজন সিং।

দলের সঙ্গে প্রথমদিন অনুশীলন করলেন হরভজন সিং।

2 / 5
অনুশীলনের ফাঁকে কেকেআরের ক্যাপ্টেন মর্গ্যান।

অনুশীলনের ফাঁকে কেকেআরের ক্যাপ্টেন মর্গ্যান।

3 / 5
রাসেল পাওয়ার ও নারিন ম্যাজিকের মহড়া চলছে।

রাসেল পাওয়ার ও নারিন ম্যাজিকের মহড়া চলছে।

4 / 5
হিমাচল প্রদেশের বৈভব অরোরা নাইট শিবিরের নয়া সেনসেশন।

হিমাচল প্রদেশের বৈভব অরোরা নাইট শিবিরের নয়া সেনসেশন।

5 / 5
প্র্যাক্টিসের ফাঁকে ড্রোন ওড়াতে ব্যস্ত নাইটদের দুই তরুণ তুর্কি।

প্র্যাক্টিসের ফাঁকে ড্রোন ওড়াতে ব্যস্ত নাইটদের দুই তরুণ তুর্কি।

Next Photo Gallery