১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম ম্যাচ। হাতে আর মাত্র এক সপ্তাহ সময়। জোরকদমে চলছে নাইটদের অনুশীলন। এ বার কোয়ারান্টিন পর্ব কাটিয়ে নাইট শিবিরের অনুশীলনে যোগ দিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। ভাজ্জির অভিজ্ঞতা নাইটদের বোলিং বিভাগকে আরও মজবুত করবে। এমনটাই মনে করছে ক্রিকেট মহলের একাংশ।