Suryakumar Yadav: স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত সূর্যকুমার যাদব, কবে ফিরবেন ২২ গজে?

Jan 08, 2024 | 11:55 AM

Team India: বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সার্ভিস পাবে না। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে দূরে রয়েছেন তিনি। শোনা গিয়েছে, তিনি স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। এই পরিস্থিতিতে যে প্রশ্ন জোরাল হয়েছে, তা হল ২২ গজে কবে ফিরবেন তিনি?

Suryakumar Yadav: স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত সূর্যকুমার যাদব, কবে ফিরবেন ২২ গজে?
Suryakumar Yadav: স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত সূর্যকুমার যাদব, কবে ফিরবেন ২২ গজে?
Image Credit source: X

Follow Us

মুম্বই: ভারতীয় শিবিরে চোট-আঘাতের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। নতুন বছরে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের সার্ভিস পাচ্ছে না টিম ইন্ডিয়া। নতুন বছরে শীঘ্রই শুরু হতে চলেছে ভারতের (India) প্রথম টি-২০ অ্যাসাইনমেন্ট। তাতে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সার্ভিস পাবে না। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে দূরে রয়েছেন তিনি। শোনা গিয়েছে, তিনি স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। এই পরিস্থিতিতে যে প্রশ্ন জোরাল হয়েছে, তা হল ২২ গজে কবে ফিরবেন তিনি?

টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছে, শীঘ্রই জার্মানিতে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করাতে যাবেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকা সফরে শেষ টি-২০ ম্যাচে শতরান করেছিলেন স্কাই। আর সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি। তাই জানুয়ারিতে হতে চলা আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে পাওয়া যাচ্ছে না। বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘স্কাই সম্প্রতি স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। দু’তিন দিনের মধ্যে তিনি অস্ত্রোপচারের জন্য জার্মানির মিউনিখে যাবেন। ফলে তিনি এ বারের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলবেন না। এ ছাড়াও সম্ভবত তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শুরুর দিকের ম্যাচগুলি হয়তো খেলতে পারবেন না।’

এর আগে ২০২২ সালে ভারতীয় উইকেটকিপার ব্যাটার কেএল রাহুলেরও স্পোর্টস হার্নিয়া হয়েছিল। তিনিও জার্মানি গিয়ে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন।

স্পোর্টস হার্নিয়া কী জানেন?

  • স্পোর্টস হার্নিয়া এবং সাধারণ হার্নিয়ার মধ্যে তফাৎ রয়েছে।
  • স্পোর্টস হার্নিয়া বলা হয়, তলপেটের মাংসপেশীতে চোট বা কুঁচকিতে অত্যধিক ব্যথা হওয়াকে।
  • স্পোর্টস হার্নিয়ায় সাধারণ হার্নিয়ার মতো ফোলাভাব থাকে না।
  • ক্রীড়াবিদদের স্পোর্টস হার্নিয়া হলে, মাঠে খেলতে নামলেই ফের শুরু হয়ে যায় ব্যথা।
  • চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্পোর্টস হার্নিয়াকে বলা হয় অ্যাথলেটিক্স পিউবালজিয়া।
  • ক্রিকেট, সকার, ফুটবল, কুস্তির মতো খেলাগুলিতে পেটের নীচের অংশে মাংসপেশীতে অত্যধিক চাপ পড়ে।
  • স্পোর্টস হার্নিয়া হলে ওপেন সার্জারি বা লেপ্রোস্কোপিক বা এন্ডোস্কোপিকের সাহায্যে এর থেকে মুক্তি পাওয়া যায়।
Next Article