Sreesanth-Gautam Gambhir: মিস্টার ফাইটার সবার সঙ্গে ঝামেলা করে, গম্ভীরকে নিয়ে বিতর্ক উস্কে দিলেন শ্রীসন্থ

Watch Video: বাইশ গজে ফের বিতর্কে জড়ালেন গৌতম গম্ভীর। কয়েকদিন আগেই আইপিএলের টিম কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। আগামী আইপিএলে গৌতমকে দেখা যাবে কেকেআরের মেন্টর হিসেবে। বর্তমানে গৌতম খেলছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে। সেখানে গুজরাট জায়ান্টস ও ইন্ডিয়া ক্যাপিটালসের ম্যাচ ছিল। ওই ম্যাচেই শ্রীসন্থের সঙ্গে ঝামেলায় জড়ান গৌতম।

Sreesanth-Gautam Gambhir: মিস্টার ফাইটার সবার সঙ্গে ঝামেলা করে, গম্ভীরকে নিয়ে বিতর্ক উস্কে দিলেন শ্রীসন্থ

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 07, 2023 | 1:25 PM

সুরাট: বাইশ গজে ফের বিতর্কে জড়ালেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কয়েকদিন আগেই আইপিএলের টিম কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। আগামী আইপিএলে গৌতমকে দেখা যাবে কেকেআরের মেন্টর হিসেবে। বর্তমানে গৌতম খেলছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে (Legends League Cricket)। সেখানে গুজরাট জায়ান্টস ও ইন্ডিয়া ক্যাপিটালসের ম্যাচ ছিল। ওই ম্যাচেই শ্রীসন্থের (Sreesanth) সঙ্গে ঝামেলায় জড়ান গৌতম। ম্যাচের শেষে শ্রীসন্থ জানিয়েছেন, গৌতম তাঁকে ভীষণ খারাপ কথা বলেছেন। যা তাঁর বলা উচিত হয়নি। গৌতমকে ‘মিস্টার ফাইটার’-ও বলেন শ্রীসন্থ। আর কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লেজেন্ডস লিগ ক্রিকেটে গুজরাটের হয়ে খেলছেন শ্রীসন্থ। আর গৌতম ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে। শ্রীসন্থের একটি ওভারে পর পর চার এবং ছয় মারেন গৌতম গম্ভীর। শ্রীসন্থ সেই সময় গৌতমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন। গম্ভীরকে কিছু একটা এরপর বলেন শ্রীসন্থ। তারই পাল্টা দেন গম্ভীর। দু’জনের উত্তপ্ত বাদানুবাদের পর, পুরো বিষয়টি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে দু’দলের ক্রিকেটার এবং আম্পায়াররা এসে দুই ক্রিকেটারকে আলাদা করে দেন।

ম্যাচের শেষে শ্রীসন্থ ইনস্টাগ্রামে লাইভে আসেন। সেখানে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা লেজেন্ডস লিগে এই ম্যাচ হেরেছি। কিন্তু আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’ এরপরই শ্রীসন্থ পরিষ্কার করে বলেন তাঁর সঙ্গে ম্যাচের মাঝে গৌতমের কী বিষয়ে ঝামেলা হয়েছিল। শ্রীসন্থ বলেন, ‘মিস্টার ফাইটারের সঙ্গে যা হয়েছে, তা নিয়ে গোটা বিষয়টা আমি পরিষ্কার করে দিতে চাই। গম্ভীর এমন একজন, যে কোনও কারণ ছাড়াই সব সময় ও সতীর্থদের সঙ্গে ঝগড়া করে। সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান করে না। তাঁদের মধ্যে বীরু ভাই ও অন্যান্য ক্রিকেটাররাও রয়েছে। আজও ঠিক তেমনটাই হয়েছে। কোনও ইন্ধন ছাড়াই ও আমাকে একটানা কিছু বলে যাচ্ছিল। আর সেটা ভীষণই খারাপ। গৌতম গম্ভীরের মতো মানুষের মুখ থেকে এমন কিছু শোনার মতো আশা করা যায় না।’

শ্রীসন্থের কথায়, ‘আমার কোনও দোষ নেই। মিস্টার গৌতি যা করেছেন তা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তিনি মাঠে যে শব্দ ব্যবহার করেছেন তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। আপনারা সমর্থন করুন। আমার পরিবার, আমার রাজ্য, সকলকে অনেক কিছু সইতে হয়েছে। আপনাদের সকলের সমর্থনের জোরেই আমি অনেকটা লড়াই করে এগিয়ে এসেছি। এখনও কিছু মানুষ রয়েছেন, যারা কোনও কারণ ছাড়াই আমাকে নীচে টেনে নামাতে উদ্যত হয়েছে। আমার দল ভালো খেললেও, আমি ভালো পারফর্ম করলেও কথা শুনতে হয়। গৌতম এমন কথা বলেছে, যেটা ওর একেবারেই বলা উচিত হয়নি।’

বিরাট কোহলির কথা উল্লেখ করে শ্রীসন্থ বলেন, ‘ধারাভাষ্য দেওয়ার সময়েও বিরাটকে নিয়ে গৌতমকে কিছু জিজ্ঞাসা করা হলে ও কখনওই উত্তর দেয় না। অন্য কথা বলতে শুরু করে। আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। মানুষকে যদি সম্মানই করতে না পারেন, তা হলে আপনি মানুষের প্রতিনিধি কী করে হবেন? আমি এটাই জানাতে চাই আমি, আমার পরিবার এবং কাছের মানুষজন ব্যথিত। আমি ওকে একটাও খারাপ কথা বলিনি।’