সুরাট: ভারতীয় ক্রিকেটের অত্যন্ত বর্ণময় চরিত্র শ্রীসন্থ (Sreesanth)। তাঁর ক্রিকেট কেরিয়ার একটা সময় ম্যাচ ফিক্সিংয়ের দায়ে থমকে গিয়েছিল। ২০১৩ সালের আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সব ধরণের ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হয়েছিলেন। এরপর চলে দীর্ঘ আইনি লড়াই। বছর দুয়েক হল নির্বাসন কাটিয়ে ফের ২২ গজে ফিরেছেন শ্রীসন্থ। বর্তমানে তিনি লেজেন্ডস লিগ ক্রিকেটে (Legends League Cricket) খেলছেন। এ বার সেখানে তাঁকে ‘ফিক্সার’ বলে খোঁচা মারলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। যা নিয়ে রীতিমতো গর্জে উঠেছেন শ্রীসন্থ। বিস্তারিত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
লেজেন্ডস লিগ ক্রিকেটে গুজরাট জায়ান্টস ও ইন্ডিয়া ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন উত্তপ্ত বাদানুবাদে জড়িয়েছিলেন শ্রীসন্থ ও গৌতম গম্ভীর। ম্যাচের শেষে শ্রীসন্থ জানিয়েছিলেন, তিনি গৌতম গম্ভীরকে খারাপ কিছু বলেননি। কিন্তু গৌতম তাঁকে এমন কথা বলেছিলেন, যা তাঁর বলা উচিত হয়নি। একইসঙ্গে শ্রীসন্থ জানিয়েছিলেন, গৌতম বরাবরই এইরকম। তাঁর অনেক সতীর্থর সঙ্গে বিনা কারণেই ঝগড়া করে থাকেন। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। আজ, ৭ ডিসেম্বর শ্রীসন্থ ইন্সটাগ্রাম লাইভে এসেছিলেন। সেখানে তিনি জানান, গৌতম তাঁকে ম্যাচের মাঝে ফিক্সার বলে কটাক্ষ করেছেন।
বৃহস্পতিবার শ্রীসন্থ ইন্সটাগ্রামে যে ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে বলেছেন, ‘আমি একটা বিষয় সকলের কাছে পরিষ্কার করে দিতে চাই। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন গৌতমের সঙ্গে কী হয়েছে। অনেক চ্যানেল থেকেও আমি ফোন পাচ্ছি। প্রত্যেক চ্যানেলে একই প্রশ্নের উত্তর বার বার দিতে পারব না। তাই আমি লাইভে এসেছি এটা জানাতে যে গৌতম ঠিক কী বলেছিল আমাকে। আমি আমার লড়াই একাই লড়ি। আমার পরিবারের সমর্থন, আপনাদের সমর্থন সঙ্গে থাকে। ও আমাকে লাইভ ম্যাচে ফিক্সার বলেছে। আমি ওকে একটাও খারাপ কথা বলিনি। ওকে শুধু বলেছিলাম, তুমি কী বলছো? ও আমাকে বার বার বলেছিল, তুমি ফিক্সার।’
এর সঙ্গে শ্রীসন্থকে অশ্লীল কথাও বলেন গৌতম। শ্রীসন্থ জানান, যে সময় আম্পায়াররা এসে তাঁদের আলাদা করছিলেন তখনও গৌতম তাঁকে ফিক্সার বলেই ডাকতে থাকেন। নেটিজেনদের দাবি, এই ঝামেলার এক পক্ষের কথাই এখনও প্রকাশ্যে এসেছে। কারণ, গৌতম গম্ভীর পুরো বিষয়টি নিয়ে কিছুই মন্তব্য করেননি।