SRH, IPL 2022 Auction: দেখুন এ বারের নিলামে কাদের কিনল অরেঞ্জ আর্মি

Sunrisers Hyderabad Auction Players : এ বারের মেগা নিলাম থেকে ২৩ জন প্লেয়ারকে তুলে নিয়েছে হায়দরাবাদ। কোনও মার্কি প্লেয়ারকে দলে নিতে পারেনি হায়দরাবাদ। কিন্তু সব মিলিয়ে ভালো টিম গড়েছে নিজামের শহরের দল।

SRH, IPL 2022 Auction: দেখুন এ বারের নিলামে কাদের কিনল অরেঞ্জ আর্মি
সানরাইজার্স হায়দরাবাদ

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 13, 2022 | 10:30 PM

বেঙ্গালুরু: আইপিএলের মঞ্চে টানা ব্যর্থতার ধারা বদলে, এ বার সাফল্যে পাল্টানোর নীলনকশা তৈরি করতে চাইছে হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। গত মরসুমে ডেভিড ওয়ার্নারকে ঘিরে যে পরিমাণ বিতর্ক হয়েছিল, তাও মুছে ফেলতে চাইছে। আর সেই লক্ষ্য পূরণের জন্যই আইপিএল ১৫-তে (IPL) অন্য রকম টিম বানানোই লক্ষ্য সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। গত বারের তারকাখচিত টিম থেকে মাত্র তিন জনকে রাখা হয়েছে আসন্ন মরসুমের জন্য। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন রয়েছেন। সঙ্গে তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান আব্দুল সামাদ আর পেস বোলার উমরান মালিক। ৬৮ কোটি টাকা মেগা নিলামে (IPL Auction 2022 LIVE) নেমেছিল অরেঞ্জ আর্মি। এসআরএইচের লক্ষ্যই ছিল, মিডল অর্ডারকে ঢেলে সাজানো। যথেষ্ট ভালো দল গড়ল হায়দরাবাদ।

এ বারের মেগা নিলাম থেকে ২৩ জন প্লেয়ারকে তুলে নিয়েছে হায়দরাবাদ। কোনও মার্কি প্লেয়ারকে দলে নিতে পারেনি হায়দরাবাদ। কিন্তু সব মিলিয়ে ভালো টিম গড়েছে নিজামের শহরের দল। দ্বিতীয় দিন ঝুলিতে ১৪ কোটি ১৫ লক্ষ টাকা নিয়ে নেমেছিল হায়দরাবাদ। বড় দাম পেলেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড। ৭৫ লক্ষ টাকা থেকে ৭ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পেলেন রোমারিও শেফার্ড। মুম্বই, হায়দরাবাদ ও রাজস্থানের লড়াই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে নিয়ে। বাজি জিতল অরেঞ্জ আর্মি। এর পর এইডেন মার্করাম এ বার এলেন হায়দরাবাদে। ২.৬ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে দলে টানল সানরাইজার্স হায়দরাবাদ। বাঁ-হাতি পেসার মার্কো জ্যানসনকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। পাশাপাশি অজি বোলার শন অ্যাবটকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় নিল অরেঞ্জ আর্মি।

সদ্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য রাজ বাওয়াকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়াস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে তুমুল লড়াই চলে ছোটদের বিশ্বকাপের এই তারকাকে নিয়ে। মুম্বই হাল ছাড়লে আসরে নামে পঞ্জাব কিংস। এবং শেষ অবধি ২০ লক্ষ টাকা বেস প্রাইজ থেকে ২ কোটি টাকায় পঞ্জাব কিংসে রাজ।

আরসিবির সঙ্গে বিডিংয়ে টেক্কা দিয়ে ওয়াশিংটন সুন্দরকে কিনে নেয় হায়দরাবাদ। উইকেটকিপার-ব্যাটার হিসেবে নিকোলাস পুরানকে ১.৫ কোটি বেস প্রাইসের থেকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে হায়দরাবাদ। মিডল অর্ডারের জন্য কেকেআরের সঙ্গে বিডিং চালিয়ে শেষ পর্যন্ত রাহুল ত্রিপাঠীকে কিনে নেয় কমলাব্রিগেড। বোলিং বিভাগে হায়দরাবাদ ফিরিয়ে নিয়েছে ভারতের সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমারকে। এবং টি নটরাজনকে।

আইপিএলের রিটেনশনে কোন প্লেয়ারদের ধরে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ –

১) কেন উইলিয়ামসন (১৪ কোটি টাকা)

২) আব্দুল সামাদ (৪ কোটি টাকা)

৩) উমরান মালিক (৪ কোটি টাকা)

এ বারের মেগা নিলামে কাদের কিনল সানরাইজার্স হায়দরাবাদ –

১) ওয়াশিংটন সুন্দর (৮.৭৫ কোটি টাকা)

৩) নিকোলাস পুরান (১০.৭৫ কোটি টাকা)

৩) টি নটরাজন (৪ কোটি টাকা)

৪) ভুবনেশ্বর কুমার (৪.২ কোটি টাকা)

৫) প্রিয়ম গর্গ (২০ লক্ষ টাকা)

৬) রাহুল ত্রিপাঠি (৮.৫ কোটি টাকা)

৭) অভিষেক শর্মা (৬.৫ কোটি টাকা)

৮) কার্তিক ত্যাগী (৪ কোটি রুপি)

৯) শ্রেয়স গোপাল (৭৫ লাখ টাকা)

১০) জগদীশা সুচিথ (২০ লক্ষ টাকা)

১১) এইডেন মার্করাম (২.২ কোটি টাকা)

১২) মার্কো জ্যানসেন (৪.২ কোটি টাকা)

১৩) রোমারিও শেফার্ড (৭ কোটি ৭৫ লক্ষ)

১৪) শন অ্যাবট (২ কোটি ৪০ লক্ষ)

১৫) আর সমর্থ (২০ লক্ষ)

১৬) শশাঙ্ক সিং (২০ লক্ষ)

১৭) সৌরভ দুবে (২০ লক্ষ)

১৮) বিষ্ণু বিনোদ (৫০ লক্ষ)

১৯) গ্লেন ফিলিপস (১ কোটি ৫০ লক্ষ)

২০) ফজলহক ফারুকী (৫০ লক্ষ)

আরও পড়ুন: RR, IPL 2022 Auction: দেখুন মেগা নিলামের আসরে পিঙ্ক আর্মি কেমন দল সাজাল