
পুণে: ক্যাপ্টেন ধোনি (MS Dhoni) ফিরলেন, জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস (Chennai super Kings)। একটা অসাধ্য সাধণের লক্ষ্য দল নিয়ে মাঠে নেমেছিলেন মাহি। ক্যাপ্টিন ধোনির দ্বিতীয় ইনিংসের শুরুটা জমিয়ে দিলেন দুই ওপেনার ঋতুরাজ ও কনওয়ে। তাঁদের পার্টনারশিপটাই চেন্নাইকে চালকের আসনে বসিয়ে দিয়েছিল। প্রয়োজন ছিল এগিয়ে যাওয়ার গতিকে ধরে রাখা। বোলাররা সেই কাজটা করলেন। তুমুল লড়াই করলেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ক্রিকেটাররা। কিন্তু ধোনির অধিনায়কত্বের সামনে হার মানতে হল কেন উইলিয়ামসনের দলকে। অরেঞ্জ আর্মিকে ১৩ রানে হারিয়ে তৃতীয় জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। আইপিএলের (IPL 2022) পয়েন্ট টেবিলে জায়গা বদল হল না ঠিকই। কিন্তু ধোনির হাত ধরে চেন্নাই জয়ে ফেরায় চিন্তা বাড়ল বাকি দল গুলোর। কারণ এই চেন্নাই প্লে-অফে উঠতে না পারলেও অন্য অনেকের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
ঋতুরাজ – ৯৯
কনওয়ে – ৮৫
পুরান – ৬৪*
উইলিয়ামসন – ৪৭
১৩ রানে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে তৃতীয় জয় চেন্নাই সুপার কিংসের।
২৪ বলে ম্যাচ জিততে হায়দরাবাদের চাই ৬৮ রান
৪৮ বলে ম্যাচ জিততে অরেঞ্জ আর্মির চাই ১০১ রান
চেন্নাইকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও পাওয়ার প্লের শেষ ওভারে জোড়া উইকেট হারাল হায়দরাবাদ।
১ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন ঋতুরাজ। ৮৪ রানে অপরাজিত থাকলেন ডেভন কনওয়ে। ২০ ওভারে ২০২ রান বোর্ডে তুলে সানরাইজার্সকে চ্যালেঞ্জ চেন্নাই সুপার কিংসের।
দুরন্ত মেজাজে ব্যাটিং করছেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ ও কনওয়ে। ১৫ ওভারেও সাফল্য এল না উমরানদের। সেঞ্চুরির কাছাকাছি ঋতুরাজ।
পাওয়ার প্লেতে চেন্নাই সুপার কিংসের কোনও উইকেট ফেলতে পারেনি অরেঞ্জ আর্মি
A look at the Playing XI for #SRHvCSK
Live – https://t.co/lXkEMWKc0U #TATAIPL https://t.co/Jla6JtuPDp pic.twitter.com/z0y4rhUAmi
— IndianPremierLeague (@IPL) May 1, 2022
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত অরেঞ্জ আর্মির।
#SRH have won the toss and they will bowl first against #CSK
Follow the game here – https://t.co/aLPrrVwUUh #TATAIPL #SRHvCSK pic.twitter.com/nyZsoV3jvK
— IndianPremierLeague (@IPL) May 1, 2022