SRH vs DC IPL 2023 Match Prediction : মুখোমুখি টেবলের শেষ দুটি দল, দ্বিতীয় জয় পাবে দিল্লি?

গত ম্যাচে কেকেআরকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস (IPL 2023)। সোমবার দিল্লির লক্ষ্য টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়।

SRH vs DC IPL 2023 Match Prediction : মুখোমুখি টেবলের শেষ দুটি দল, দ্বিতীয় জয় পাবে দিল্লি?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 10:00 AM

তিথিমালা মাজী: দুটি দলের অবস্থা এক। টেবলের একেবারে শেষ প্রান্তে দুই টিম। সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস (SRH vs DC)। সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে মুখোমুখি হচ্ছে দুটি দল। ২ পয়েন্ট নিয়ে টেবলের একেবারে শেষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ৪ পয়েন্ট নিয়ে একধাপ উপরে সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচে কেকেআরকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস (IPL 2023)। সোমবার দিল্লির লক্ষ্য টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়। পরপর পাঁচটি ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে দিল্লি। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে জয় ছাড়া উপায় নেই। সানরাইজার্স হায়দরাবাদ তিনটি ম্যাচ হেরে গিয়েছে। জিতেছে দুটি ম্যাচ। শেষ ম্যাচে হেরেছে তারা। নড়বড়ে দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরতে চায় এইডেন মার্করামের টিম। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

হায়দরাবাদের ঘরের মাঠে ম্যাচ। গত ম্যাচে জিতলেও দিল্লির মাথাব্যথা ব্যাটিং বিভাগ। ডেভিড ওয়ার্নার, অক্ষর প্যাটেল ছাড়া ছয় ম্যাচ পর দলের আর কোনও ব্যাটারের ব্যক্তিগত রান ১০০-র গণ্ডি পার করেনি। সমস্যা টপ অর্ডার থেকে। ছয় ইনিংসে ওপেনার পৃথ্বী শ-র রান সংখ্যা মাত্র ৪৭। পাওয়ার প্লে ওভারে আউট হওয়ার প্রবণতা। মিডল অর্ডারও তথৈবচ। বিদেশি করে বিদেশিরা। চার ম্যাচে মিচেল মার্শের ঝুলিতে ৬ রান, ৭ ম্যাচে রোভম্যান পাওয়েলের ৩, তিন ম্যাচে রাইলি রোসোর ৪৪, শেষ ম্যাচে খেলা ফিল সল্টের রান সংখ্যা পাঁচ! প্রতিটি ম্যাচেই দলে পরিবর্তন। এখনও পর্যন্ত ১২টি পরিবর্তন করেছে দিল্লি ক্যাপিটালস।

ব্যাটিং নিয়ে চিন্তায় সানরাইজার্স হায়দরাবাদও। ওপেনিং কম্বিনেশন নিয়ে যেন মিউজিক্যাল চেয়ার খেলছে তারা। ছয় ম্যাচে চার বার ভিন্ন ওপেনিং জুটিকে খেলিয়েছে হায়দরাবাদ। প্রথম পাঁচ ম্যাচে ওপেন করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। শেষ ম্যাচে ওপেনিংয়ে নামেন হ্যারি ব্রুক এবং অভিষেক শর্মা। টপ অর্ডারের ধারাবাহিকতার অভাব সানরাইজার্সকে আরও চিন্তায় রেখেছে। কেকেআরের বিরুদ্ধে শতরান হাঁকানোর পর ব্রুকের ব্যাটে আর রান নেই। রাহুল ত্রিপাঠী ও ক্যাপ্টেন এইডেন মার্করামের জন্যও একই কথা বলতে হয়। ব্যাটে-বলে ওয়াশিংটন সুন্দরের থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করছে সানরাইজার্স শিবির।