মুম্বই: আজ শুক্রবার পয়লা বৈশাখ এবং নববর্ষের প্রথম দিন আইপিএল-১৫-র (IPL 2022) ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে জিতে শুরুতে শ্রেয়সদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে নাইটরা। নীতিশ রানা আজ দারুণ ব্যাটিং করেন। পাশাপাশি উঠেছিল রাসেল ঝড়ও। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই নির্ধারিত টার্গেট পূর্ণ করে ফেলে হায়দরাবাদ। প্রাক্তন নাইট তারকা রাহুল ত্রিপাঠীর চওড়া ব্যাটে আজ এসেছে ৭১ রান। বাকি কাজটা করে দেন এইডেন মার্করাম (৩৬ বলে ৬৮ রানে অপরাজিত)। ফলে নাইটদের হারিয়ে আজ ৭ উইকেটে জয়ী নিজামের শহরের দল।
আজ কেকেআরের বিরুদ্ধে জেতার জন্য হায়দরাবাদের টার্গেট ছিল ১৭৬ রান। ১৩ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় হায়দরাবাদ।
এখনও অবধি এ বারের আইপিএলে ৬টি ম্যাচে খেলেছেন শ্রেয়সরা। তার ৩টিতে জয় ও ৩টি হার জুটেছে উমেশ যাদবদের ভাগ্যে। আজ হায়দরাবাদের কাছে হেরে লিগ টেবলের ৪ নম্বরে নেমে গিয়েছে কেকেআর।
১৩ বল বাকি থাকতেই কেকেআরের দেওয়া টার্গেট পূর্ণ করে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ
কেকেআরের বিরুদ্ধে ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন এইডেন মার্করাম।
রাহুল ত্রিপাঠীর বড় উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। ৭১ রান করে মাঠ ছাড়লেন রাহুল
২১ বলে হাফসেঞ্চুরি করলেন হায়দরাবাদের রাহুল ত্রিপাঠী।
কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। দ্বিতীয় উইকেট হারাল হায়দরাবাদ। ১৭ রান করে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন কেন।
অভিষেক শর্মার উইকেট তুলে নিলেন প্যাট কামিন্স। ৩ রান করে মাঠ ছাড়লেন হায়দরাবাদ ওপেনার
হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নামলেন উমেশ যাদব ও অভিষেক শর্মা।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে কেকেআর। ম্যাচ জিততে হায়দরাবাদের চাই ১৭৬ রান।
২০ ওভারের প্রথম বলে আমন খানের উইকেট তুলে নিলেন জগদীশা সুচিথ।
প্যাট কামিন্সের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। সপ্তম উইকেট হারাল নাইটরা।
রানার উইকেট হারাল নাইটরা। ৫৪ রান করে মাঠ ছাড়লেন নীতিশ রানা।
শেল্ডন জ্যাকসনের উইকেট তুলে নিলেন উমরান মালিক। পঞ্চম উইকেট হারাল নাইটরা।
নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে ফেরালেন গতির ঝড় তোলা উমরান মালিক। ২৫ বলে ২৮ রান করে মাঠ ছাড়লেন শ্রেয়স।
প্রথম ৫ ওভারের খেলা শেষ।
সুনীল নারিনের উইকেট তুলে নিলেন টি নটরাজন। ৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন নারিন।
নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে নিলেন টি নটরাজন। ১৩ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন ভেঙ্কি।
অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নিলেন মার্কো জ্যানসেন। প্রথম উইকেট হারাল কেকেআর। ৭ রান করে মাঠ ছাড়লেন ফিঞ্চ।
ওপেনিংয়ে নামলেন অ্যারন ফিঞ্চ ও ভেঙ্কটেশ আইয়ার।
ওয়াশিংটন সুন্দরের জায়গা আজ নিয়েছেন জগদীশা সুচিথ।
দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেটকিপার), অভিষেক শর্মা, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।
Here's the #Risers Playing XI to face the Knights tonight.#SRHvKKR #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/77niboMUkC
— SunRisers Hyderabad (@SunRisers) April 15, 2022
আজ কেকেআরের জার্সিতে আইপিএলে অভিষেক হল অ্যারন ফিঞ্চ ও আমন খানের।
A round of applause for @AaronFinch5 & Aman Khan as they make their @KKRiders. ? ?#TATAIPL | #SRHvKKR pic.twitter.com/JihtgeuYrq
— IndianPremierLeague (@IPL) April 15, 2022
অজিঙ্ক রাহানের জায়গায় আজ ওপেনিংয়ে ভেঙ্কটেশের সঙ্গে নামবেন অ্যারন ফিঞ্চ। স্যাম বিলিংসয়ের জায়গায় আজ উইকেটকিপিং করবেন শেল্ডন জ্যাকসন। রসিখ সালাম দারের জায়গায় এসেছেন আমন খান।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, আমন খান।
We go against @SunRisers with 3️⃣ changes in our Playing XI! @winzoofficial #KKRHaiTaiyaar #SRHvKKR #IPL2022 pic.twitter.com/Kc59xe9j5T
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2022
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
শেষ মুহূর্তে নাইটদের আলোচনা।
Huddle Talk, ft. @KKRiders ✅#TATAIPL | #SRHvKKR pic.twitter.com/JSyAH4ElqY
— IndianPremierLeague (@IPL) April 15, 2022
ব্র্যাবোর্নের উদ্দেশ্যে রওনা দিল সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়াররা।
The Orange Convoy is enroute ??
Destination Brabourne, for the first time this season ?#SRHvKKR #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/vajPWa6th2
— SunRisers Hyderabad (@SunRisers) April 15, 2022
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে হায়দরাবাদ ও কলকাতা। অপেক্ষা আর মাত্র ১ ঘণ্টার।
Hello & welcome from the Brabourne Stadium – CCI ?
The Kane Williamson-led @SunRisers will take on @KKRiders, led by @ShreyasIyer15 in Match 2⃣5⃣ of the #TATAIPL. ? ? #SRHvKKR
Which team will come out on top tonight? ? ? pic.twitter.com/mJ43scD0iG
— IndianPremierLeague (@IPL) April 15, 2022