AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup 2023: আসালঙ্কা-সামারাবিক্রমার দাপট, সাকিবের বাংলাদেশকে উড়িয়ে এশিয়া কাপ সফর শুরু শ্রীলঙ্কার

Bangladesh vs Sri Lanka: এ বারের এশিয়া কাপের শুরুটা মোটেও ভালো হল না বাংলাদেশের। গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচ হেরে গেলেন সাকিব-শান্তরা।

Asia Cup 2023: আসালঙ্কা-সামারাবিক্রমার দাপট, সাকিবের বাংলাদেশকে উড়িয়ে এশিয়া কাপ সফর শুরু শ্রীলঙ্কার
লঙ্কানদের কাছে হেরে এশিয়া কাপ যাত্রা শুরু করল বাংলাদশImage Credit: @ACCMedia1 Twitter
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 9:36 AM
Share

পাল্লেকেলে: হুংকার দিয়ে এশিয়া কাপ (Asia Cup 2023) সফর শুরু হল না টাইগারদের। পাল্লেকেলে গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। লঙ্কানদের কাছে হেরে এশিয়া কাপ যাত্রা শুরু করলেন সাকিব আল হাসানরা। কে বলবে, বাংলাদেশ টিমের ব্যাটিং বিপর্যয়ের পিছনে ছিল শ্রীলঙ্কার দ্বিতীয় সারির বোলিং ব্রিগেড! চোটের কারণে ওয়নিন্দু হাসারাঙ্গা-সহ লঙ্কার তিন পেসার দুষ্মন্ত চামিরা, লাহিরু মধুশঙ্কা এবং লাহিরু কুমারা নেই এশিয়া কাপে। কিন্তু মাথিসা পাথিরানা-মহেশ থিকসানারা প্রথম ম্যাচে সিনিয়রদের অভাব অনুভব হতে দিলেন না। বাংলাদেশের হয়ে আজ নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। এ বারের এশিয়া কাপের প্রথম ম্যাচে যে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল বাংলাদেশ, পরের ম্যাচে তা থেকে ঘুরে দাঁড়াতে না পারলে সাকিব আল হাসানের চিন্তা বাড়বে বই কমবে না। এশিয়া কাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ম্যাচের বিস্তারিত পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

একা কুম্ভ হয়ে লড়েও রক্ষা করতে পারলেন না নাজমুল হোসেন শান্ত

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিং করে ৪২.৪ ওভারে ১৬৪ রান তুলে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টপ অর্ডারে নাজমুল ছাড়া বাকিরা চরম ব্যর্থ। মিডল অর্ডারও ভরসা দিতে পারেনি। বাংলাদেশের চারজন ক্রিকেটার দুই অঙ্কের রান করেছেন। সাকিবের ব্যাটে এসেছে মাত্র ৫ রান। ৮৯ রানের লড়াকু ইনিংস খেলেন নাজমুল। কিন্তু ওডিআইতে ১৬৫ রানের টার্গেট শ্রীলঙ্কার কাছে যে খুব একটা কঠিন নয়, তা প্রমাণ করে দিলেন সাদিরা সামারাবিক্রমা-চরিথ আসালঙ্কারা।

সামারাবিক্রমা-আসালঙ্কার ব্যাটে ভর করে জিতল শ্রীলঙ্কা

প্রথম তিন ওভারের মধ্যে দিমুখ করুণারত্নে ও পাথুম নিশঙ্কাকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সামারাবিক্রমা ছাড়া বাংলাদেশের মতো শ্রীলঙ্কার টপ অর্ডারও ব্যর্থ। চতুর্থ উইকেটে সামারাবিক্রমা-আসালঙ্কা জুটি বাঁধেন। ১১৯ বলে এই জুটিতে ওঠে ৭৮ রান। ২৯.১ ওভারে মেহেদি হাসান ফেরান দুরন্ত ছন্দে থাকা সামারাবিক্রমাকে। ৫৪ রান করেন তিনি। চরিথ আসালঙ্কা এরপর জুটি বাঁধেন লঙ্কান অধিনায়কের সঙ্গে। লক্ষ্য ১৬৫ হলেও বেশ লড়াই করতে হয়েছে গত বারের চ্যাম্পিয়নদের। শেষ অবধি ৬২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান আসালঙ্কা। তাঁর সঙ্গে ১৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক শানাকা। পুরো ৫০ ওভার অবশ্য খেলতে হয়নি গত বারের চ্যাম্পিয়নদের। ৩৯ ওভারে টার্গেট পূরণ করে ফেলে শ্রীলঙ্কা। বাংলাদেশের অধিনায়ক সাকিব ২টি এবং তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মেহেদি হাসান ১টি করে উইকেট নিয়েছেন। কিন্তু অল্প রানের পুঁজি নিয়ে লঙ্কানদের আটকাতে পারল না টাইগাররা। একইসঙ্গে এই এশিয়া কাপ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতির শুরুটাও ভালো হল না বাংলাদেশের।