
দুবাই: কে টুর্নামেন্টের ফেভারিট, কেই বা আন্ডারডগ এ সব হিসেবনিকেশ চলে প্রতিযোগিতা শুরুর আগে। এশিয়া কাপে ফেভারিট হিসেবে পা রেখেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের সুপার ফোর স্টেজে পরপর দুই ম্যাচের হার। প্রথমটি পাকিস্তানের বিরুদ্ধে। দ্বিতীয়টি আন্ডারডগ টিম হিসেবে এশিয়া কাপ খেলতে আসা শ্রীলঙ্কা। লঙ্কান বোলিং ব্রিগেডের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। ভরসা দিলেন শুধু রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। অন্যদিকে প্রথম দশ ওভারে রান তাড়া করতে নামা শ্রীলঙ্কার উইকেটই ফেলতে পারল না মেন ইন ব্লু। মাঝে স্পিনারদের ঘূর্ণিতে লঙ্কানরা সামান্য বেসামাল হলেও লক্ষ্যে পৌঁছাতে বাধা হয়নি। লড়াই চলল শেষ ওভার পর্যন্ত। ছয় বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৭ রানের। বল হাতে তুলে নিয়েছিলেন অর্শদীপ সিং। শেষ ওভারে অনবদ্য বোলিং করেও সমালোচনার জবাব দিতে পারলেন না তরুণ পেসার। ৬ উইকেটে হারল ভারত।
ম্যাচ হারলেও ভারতের সামনে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। তবে অঙ্কটা বেজায় জটিল সেক্ষেত্রে আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে এবং অন্য টিমগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। খাতায় কলমে না হলেও বলা যায় ভার্চুয়ালি ছিটকে গেল এশিয়া কাপের সবচেয়ে সফল দলটি। অন্যদিকে টি-২০ এশিয়া কাপে প্রথমবার ভারতকে হারিয়ে সম্ভাব্য ফাইনালিস্ট ধরে নেওয়া যায় দ্বীপরাষ্ট্রটিকে।
অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ভর করে কষ্টেসৃষ্টে ভারতের খাতায় যোগ হয়েছিল ১৭৩ রান। কিছুটা চেষ্টা সূর্যকুমার যাদবের (৩৪)। বাকি বিরাট কোহলি থেকে লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দীপক হুডারা নাকানিচোবানি খেলেন লঙ্কান বোলারদের কাছে। দলের ব্যাটিং ব্যর্থতার দিনে একমাত্র উজ্জ্বল ক্যাপ্টেন রোহিত শর্মা। ১৭৩ রানের মধ্যে ৭৪টি রান এল তাঁরই ব্যাটে। বাঁ হাতি পেসার দিলশান মধুশঙ্কার উইকেট কোহলির ছিটকে দেন। দুটি ম্যাচে অর্ধশতরানের পর ৪টি বল খেলে শূন্য রানে মাথা নীচু করে ক্রিজ ছাড়তে হল কোহলিকে।
রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙতে হিমশিম খেল ভারত। পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস উভয়ই অর্ধশতরান করলেন। পাথুম নিশাঙ্কাকে যখন ফেরালেন যুজবেন্দ্র চাহাল, শ্রীলঙ্কার স্কোর তখন ৯৭। বিপক্ষের চারটি উইকেট নিলেন স্পিনাররা। ১১তম ওভারের প্রথম বলে এক ওপেনারকে হারানোর পর চতুর্থ বলে চরথি আশালঙ্কাকে ফেরত পাঠান যুজি। ১৪তম ওভারে যুজির শিকার কুশল মেন্ডিস। তার আগেই দানুষ্কা গুনাথিলকার উইকেট নেন চাহাল। ম্যাচে ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ভানুকা রাজাপাক্ষে ও অধিনায়ক দাসুন শনাকা স্নায়ুর চাপ ধরে রেখে টানটান ম্যাচ জেতালেন। শেষ ওভারে অর্শদীপের ভালো বোলিংও শ্রীলঙ্কাকে লক্ষ্যে পৌঁছাতে বাধা দিতে পারেনি।
এই হারে এশিয়া কাপের সুপার ফোর স্টেজের কোন স্থানে রয়েছে ভারত? শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত দুটি করে ম্য়াচ খেলেছে। দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে শ্রীলঙ্কা। নেট রান রেট +০.৩৫১। এরপর রয়েছে পাকিস্তান। একটি ম্যাচে হার ও একটিতে জয়ের সুবাদে বাবর আজমদের পয়েন্ট ২। আফগানিস্তান খেলেছে একটি ম্যাচ। সেই ম্যাচে শ্রীলঙ্কা বিরুদ্ধে হেরেছে তারা। দুই ম্যাচ হেরে ভারতের পয়েন্ট শূন্য। সুপার ফোর স্টেজে এখনও তিনটে খেলা বাকি। ভারত বনাম আফগানিস্তান, আফগানিস্তান বনাম পাকিস্তান এবং শ্রীলঙ্কা বনাম পাকিস্তান। ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি রয়েছে ৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।