
সিডনি: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়ে অস্ট্রেলিয়া থেকে ব্যাগপত্তর গুটিয়ে দেশে ফেরার তোড়জোড় করছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ছাড়ার আগেই লঙ্কা শিবিরে যেন বজ্রপাত। রবিবার ভোররাতে শ্রীলঙ্কার টিম হোটেলে হানা দেয় সিডনি পুলিশ (Sydney City police)।গ্রেফতার করে নিয়ে যায় দলের স্পিন অলরাউন্ডার দানুষ্কা গুণতিলকাকে (Danushka Gunathilaka)। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গুণতিলকার গ্রেফতারির পর অস্ট্রেলিয়ায় অপেক্ষা করতে রাজি হয়নি বাকি সদস্যরা। তাঁকে রেখেই শ্রীলঙ্কা ফেরার বিমান ধরেন দাসুন শনাকারা। কী ঘটেছে সিডনিতে? তুলে ধরল TV9 Bangla।
নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ খেলার পর চোটের কারণে দলের বাইরে ছিলেন গুণতিলকা। শ্রীলঙ্কা সুপার টুয়েলভের ম্যাচ খেললেও চোটের জন্য মাঠে নামতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গ্রুপ ১-এর চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে এশিয়া সেরা দলটি। কিন্তু তাঁদের জন্য আরও বড় বিস্ময় অপেক্ষা করছিল। রবিবার ভোররাতে সাসেক্স স্ট্রিটে শ্রীলঙ্কার টিম হোটেলে হানা দিয়ে দানুষ্কা গুণতিলকাকে গ্রেফতার করে সিডনি সিটি পুলিশ। গ্রেফতারির পর নিউ সাউথ ওয়েলস পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “গত সপ্তাহে রোজ বে-র একটি বাড়িতে ২৯ বছরের এক মহিলাকে যৌন হেনস্থা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে শ্রীলঙ্কার জাতীয় দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে।” যদিও ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।
পুলিশ মারফত জানা গিয়েছে, একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে শ্রীলঙ্কার ক্রিকেটার এবং নির্যাতিতার পরিচয় হয়। কয়েকদিনের কথাবার্তার পর ২ নভেম্বর অর্থাৎ বুধবার সন্ধ্যায় দু’জনের সাক্ষাৎ হয় রোজ বে-র একটি বাড়িতে। ঘটনাটি সেখানের। পরে মহিলাটি সিডনি সিটি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন। ইতিমধ্যেই ওই বাড়িটিতে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।