নয়াদিল্লি: শ্রীলঙ্কা ক্রিকেটে পুরোপুরি অন্ধকার কেটে আলো এল না। আমেদাবাদে আইসিসির (ICC) বোর্ড মিটিং হয়েছে। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চব্বিশের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup) আয়োজন করার দায়িত্ব হারাল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রর বদলে আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিম আফ্রিকা। অবশ্য তাতে খেলতে বাধা নেই লঙ্কানদের। ১৩ জানুয়ারি থেকে শুরু হবে ওই টুর্নামেন্ট। আইসিসির বোর্ড মিটিংয়ে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেটের (Sri Lanka Cricket) ওপর বাইরের হস্তক্ষেপ বন্ধ হচ্ছে, ততদিন সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত বদলানো হবে না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড স্বয়ংশাসিত সংস্থা। আর তাই আইসিসির তাতে সরকারের হস্তক্ষেপ পছন্দ নয়। এবং আইসিসি জানিয়েছে, সদস্য হিসেবে নিয়ম মানতে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। যে কারণে ভারত থেকে বিশ্বকাপ খেলে শ্রীলঙ্কা ক্রিকেট টিম দেশে ফেরার পরই শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্বাসিত করেছে আইসিসি।
সদ্য আইসিসির বোর্ড মিটিংয়ে ঠিক হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ স্থগিত রাখা হলেও, আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে পারবে তাদের জাতীয় টিম। কিন্তু ম্যাচ থেকে প্রাপ্য আয়ের পুরোটা এসএলসি এখন পাবে না। এসএলসির প্রধান সাম্মি সিলভা অবশ্য দাবি করেছেন, শ্রীলঙ্কার ক্রিকেটে হস্তক্ষেপ করা হবে না।
আইসিসির বোর্ড মিটিংয়ে যেহেতু শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর থেকে নির্বাসন তোলা হল না, তাই চব্বিশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোনও ভাবেই আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা। নিয়ম অনুযায়ী, কোনও টুর্নামেন্টে অংশও নিতে পারার কথা ছিল না শ্রীলঙ্কা ক্রিকেট দলের। কিন্তু এখানেই বলা যায়, কিছুটা হলেও নির্বাসন শিথিল করেছে আইসিসি। আপাতত আইসিসির বিবৃতি অনুযায়ী, দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি ইভেন্টে খেলার সুযোগ পাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম।