AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BAN vs SL: বাংলাদেশকে টাইমড আউট খোঁচা, রইল সেই ভিডিয়ো

Sri Lanka Timed-Out Celebration: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বলা হচ্ছিল, 'নাগিন ডার্বি'। যদিও এই ম্যাচে তৈরি হয়েছিল নতুন বিতর্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম বার কোনও ব্যাটার টাইমড আউট হয়ে মাঠ ছেড়েছিলেন। কোনও ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে প্রথম বল ফেস করার জন্য সময় বেঁধে দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা আরও বেশি থাকলেও বিশ্বকাপে ৩ মিনিট নির্ধারণ করেছিল আইসিসি।

BAN vs SL: বাংলাদেশকে টাইমড আউট খোঁচা, রইল সেই ভিডিয়ো
Image Credit: X
| Updated on: Mar 10, 2024 | 4:45 PM
Share

ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের হ্যাংওভার থেকে বেরোতে পারেনি শ্রীলঙ্কা! পরিস্থিতি তেমনই। ভারত-পাকিস্তান ম্যাচে নানা ঘটনাই ঘটে। সে কারণেই এই প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেট বিশ্বের সেরা আকর্ষণ। তেমনই শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচও গত কয়েক বছরে ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ সেই নাগিন ডান্স। ফরম্যাট যাই হোক, দু-দেশ মুখোমুখি হলেই কিছু না কিছু মজার পরিস্থিতি তৈরি হয়। নতুন সংযোজন টাইমড আউট সেলিব্রেশন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বলা হচ্ছিল, ‘নাগিন ডার্বি’। যদিও এই ম্যাচে তৈরি হয়েছিল নতুন বিতর্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম বার কোনও ব্যাটার টাইমড আউট হয়ে মাঠ ছেড়েছিলেন। কোনও ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে প্রথম বল ফেস করার জন্য সময় বেঁধে দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা আরও বেশি থাকলেও বিশ্বকাপে ৩ মিনিট নির্ধারণ করেছিল আইসিসি।

বিশ্বকাপে শ্রীলঙ্কা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ সময়ের মধ্যে ক্রিজে এলেও স্ট্রাইক নেওয়ার সময় দেখেন হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া। হেলমেট বদলানোর ইশারা করেন ম্যাথুজ। ডাগ আউট থেকে হেলমেট আসে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টাইমড আউটের আবেদন করেন। আম্পায়াররা তাঁকে আবেদন বিবেচনা করার কথা বললেও মানেননি সাকিব। নিয়ম মেনে অ্যাঞ্জেলোকে আউট দেন আম্পায়ার। এই নিয়েই যাবতীয় বিতর্ক তৈরি হয়।

বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ট্রফি নিয়ে ফটোসেশনে দেখা যায়, শ্রীলঙ্কা ক্রিকেটাররা ঘড়ির দিকে ইশারা করছেন। তাঁদের হাসিই বলে দিচ্ছিল, টাইমড আউট নিয়েই বিদ্রুপ করছেন। বাংলাদেশ অধিনায়ক নাজমূল হাসান শান্ত যা নিয়ে বলেন, সেই বিতর্ক থেকে সরে আসা উচিত ছিল ওদের।