
কলকাতা: প্রায়ই বলা হয় ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। এ কথা এক্কেবারেই সত্য। ভারতের মাটিতে এখন চলছে আইপিএল। যে কারণে অনেক ক্রিকেট প্রেমী মত্ত আইপিএলে। আপাতত বাংলাদেশে (Bangladesh) চলছে টেস্ট (Test) ম্যাচ। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। আজ ছিল এই টেস্টের তৃতীয় দিন। ওই ম্যাচে এক অনবদ্য রেকর্ড গড়েছেন লঙ্কানরা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৫৩১ রানে। তা শুনে মনে হতে পারে, এতে আর চমকের কী আছে। কিন্তু সেখানেই তো চমক। কারণ, শ্রীলঙ্কার কোনও ক্রিকেটার সেঞ্চুরি করেননি। তাও স্কোরবোর্ডে তোলেন ৫৩১ রান। টিমের ৬ জন ব্যাটার হাফসেঞ্চুরি করেন। এর আগে টেস্টে কোনও ম্যাচে সেঞ্চুরি ছাড়াই সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল ভারতের দখলে।
টিম ইন্ডিয়ার ৪৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে চুরমার করেছে শ্রীলঙ্কা। ১৯৭৬ সালে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫২৪/৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। ওই ম্যাচে ভারতের কোনও ক্রিকেটার সেঞ্চুরি করেননি। এতদিন টেস্ট ক্রিকেটে দলের কোনও ক্রিকেটার সেঞ্চুরি না করার পরও সবচেয়ে বেশি রানের রেকর্ডের দিক থেকে শীর্ষে ছিল ভারত। শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে ৫৩১ রান তুলে ওই রেকর্ড এ বার ভেঙে দিয়েছে।
A rare record for Sri Lanka in Chattogram 👀
More ➡ https://t.co/F6q0rra6hG#BANvSL | #WTC25 pic.twitter.com/ThWcCqogGb
— ICC (@ICC) March 31, 2024
শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের অবস্থা সম্পর্কে বলতে হলে, তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে ৪৫৫ রানে এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭৮ রান তুলে অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে এখনও অবধি ৬ উইকেটে ১০২ রান তুলেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। এ বার ধনঞ্জয় ডি সিলভাদের জয় শুধু যেন সময়ের অপেক্ষা।