ICC ODI World Cup 2023: বড় ম্য়াচের আগে চোট আতঙ্ক লঙ্কান শিবিরে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার

Lahiru Kumara: আগের ম্য়াচে প্রতিপক্ষ ইংল্যান্ডের তিন উইকেটের দেখা পান কুমারা। ইংলিশ অধিনায়ক জস বাটলার, লিয়াম লিভিংস্টোন ও বেন স্টোকসকে ফেরান তিনি। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে। আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে দলের স্টার অলটরাউন্ডারের চোট স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়়িয়েছে শ্রীলঙ্কার। জয়ের হ্যাটট্রিকের দৌড়ে শুরুতেই বাঁধা সামলাতে পারে কি না লঙ্কানরা, তাই-ই এখন দেখার।

ICC ODI World Cup 2023: বড় ম্য়াচের আগে চোট আতঙ্ক লঙ্কান শিবিরে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার
লাহিরু কুমারা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 7:02 PM

পুণে: রাত পোহালেই আফগানিস্তানের (Afghanistan) মুখোমুখি শ্রীলঙ্কা (Sri Lanka)। তার আগেই চোট আতঙ্ক লঙ্কান শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) থেকে ছিটকে গেলেন লাহিরু কুমারা (Lahiru Kumara)। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুশীলনের সময় বাঁ থাইয়ে চোট পান তিনি। কুমারার পরিবর্তে আফগানিস্তানের বিরুদ্ধে লড়বেন কে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত দুই ম্য়াচে টানা জয়। এ বার আফগানদের বিরুদ্ধে তৃতীয় জয়ের সন্ধানে নামার জন্যই শেষ প্রস্তুতি নিচ্ছে কুশল মেন্ডিসরা। এরই মাঝে চোট আতঙ্কে চাপে বেড়েছে শ্রীলঙ্কার। আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে শেষ অনুশীলন সেরে নিচ্ছিলেন পাথুম নিশঙ্কারা। সেখানেই বাঁ থাইয়ে চোট পান কুমারা। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কুমারা। তাঁর পরিবর্তে দলে দুশমন্ত চামিরাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইভেন্ট টেকনিক্যাল কমিটি। এই নিয়ে তৃতীয় দলে পরিবর্তন আনতে হল শ্রীলঙ্কাকে।

আগের ম্য়াচে প্রতিপক্ষ ইংল্যান্ডের তিন উইকেটের দেখা পান কুমারা। ইংলিশ অধিনায়ক জস বাটলার, লিয়াম লিভিংস্টোন ও বেন স্টোকসকে ফেরান তিনি। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে। আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে দলের স্টার অলটরাউন্ডারের চোট স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়়িয়েছে শ্রীলঙ্কার। জয়ের হ্যাটট্রিকের দৌড়ে শুরুতেই বাঁধা সামলাতে পারে কি না লঙ্কানরা, তাই-ই এখন দেখার। এই মুহূর্তে পাঁচ ম্যাচের তিনটিতে হেরে ও দুইটিতে জয় পেয়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।  সোমবারের ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে আরও দুই পয়েন্ট বাড়িয়ে নিতে পারবেন কুশল মেন্ডিসসরা।