ICC World Cup: বিশ্বকাপে কার ব্যাটে আসবে সবচেয়ে বেশি রান? মিতালি-ওয়াটসনরা যাঁকে বেছে নিলেন…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2023 | 7:30 AM

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে (Cricket World Cup) হট ফেভারিট টিম ইন্ডিয়া (Team India)। আর এ বার বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকারা আসন্ন বিশ্বকাপের জন্য তাঁদের চোখে সর্বাধিক রান সংগ্রহকারী কে হতে চলেছেন, তা বেছে নিয়েছেন। তাতে এগিয়ে কে?

ICC World Cup: বিশ্বকাপে কার ব্যাটে আসবে সবচেয়ে বেশি রান? মিতালি-ওয়াটসনরা যাঁকে বেছে নিলেন...
বিশ্বকাপে কার ব্যাটে আসবে সবচেয়ে বেশি রান? মিতালি-ওয়াটসনরা যাঁকে বেছে নিলেন...
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: সামনেই ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। চার-ছক্কার ফুলঝুরি থেকে হ্যাটট্রিক-ফাইফারের মাতামাতি সবই দেখা যাবে এ বারের ওডিআই বিশ্বকাপে। আর একদিন পর বিশ্বকাপ শুরু হবে। দেশ-বিদেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা তাঁদের পছন্দের ফাইনালিস্ট দলের কথা যেমন জানিয়েছেন, তেমনই এ বারের বিশ্বকাপে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি রান করতে পারেন সে কথাও জানিয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে হট ফেভারিট টিম ইন্ডিয়া। আর এ বার বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকারা আসন্ন বিশ্বকাপের জন্য তাঁদের চোখে সর্বাধিক রান সংগ্রহকারী কে হতে চলেছেন, তা বেছে নিয়েছেন। তাতে এগিয়ে কে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রানের মালিক ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ১৯৯২-২০১১ সালের মধ্যে বিশ্বকাপের ৪৫টি ম্যাচে তিনি ২২৭৮ রান করেছেন। মাস্টার ব্লাস্টারের নামে রয়েছে ৬টি শতরান এবং ১৫টি অর্ধশতরান। গতবারের ওডিআই বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার ছিলেন রোহিত শর্মা। তিনি ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলেছিলেন। তাতে ৫টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি করে মোট ৬৪৮ রান করেছিলেন। রোহিতের থেকে ১ রান কম করে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ডেভিড ওয়ার্নার (৬৪৭)। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে আসন্ন মহারণের জন্য অবশ্য ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার উপর বাজি ধরেছেন একজনই। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডমিনিক কর্ক। তাঁর মতে এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবেন রোহিত শর্মা।

মেন ইন ব্লুর তরুণ তুর্কি শুভমন গিলের উপর বেশিরভাগ ক্রিকেটার বাজি ধরেছেন। শেন ওয়াটসন, পীয়ুষ চাওলা, ওয়াকার ইউনিস এবং মিতালি রাজের চোখে আসন্ন বিশ্বকাপে সবচেয়ে বেশি রান আসবে গিলের ব্যাটে। প্রোটিয়া তারকা ডেইল স্টেইন অবশ্য বলেছেন, তাঁর মনে হয় ২০২৩ এর বিশ্বকাপে সর্বাধিক রান করবেন পাক অধিনায়ক বাবর আজম। ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর আবার বলেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের নাম। এ ছাড়া দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান বলেছেন, তাঁর মতে বিরাট কোহলির ব্যাটে আসবে এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান। প্রোটিয়া তারকা ফাফ ডু’প্লেসিও মনে করেন ভারতের মাটিতে হতে চলা ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে সর্বাধিক রান করতে পারেন কোহলি।

দেশ-বিদেশের ক্রিকেটাররা নিজেদের পছন্দের কথা জানিয়েছেন। এ বার দেখার আসলে কী হয়। শুভমন গিল যে এ বারের বিশ্বকাপে ফোকাসে থাকবেন, তা তাঁর পারফরম্যান্সই বলে দিচ্ছে। চলতি বছরে এখনও অবধি ওডিআইতে শুভমন করেছেন ২০টি ইনিংসে ১২৩০ রান। রয়েছে ৫টি শতরান ও ৫টি অর্ধশতরান।

Next Article