Asia Cup Match Timing: প্রচণ্ড গরম, পিছিয়ে গেল এশিয়া কাপের ম্যাচের সময়! জেনে নিন বিস্তারিত

Asia Cup 2025 Match Timing Changed: দ্বিতীয় দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে অভিযান শুরু করতে চলেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। আরব আমির শাহিতে টি-টোয়েন্টি ম্যাচ হলে সাধারণত যে সময় শুরু হয়, এশিয়া কাপেও তেমনই হওয়ার কথা ছিল।

Asia Cup Match Timing: প্রচণ্ড গরম, পিছিয়ে গেল এশিয়া কাপের ম্যাচের সময়! জেনে নিন বিস্তারিত
Image Credit source: PTI FILE

| Edited By: Sharath S

Sep 01, 2025 | 5:36 PM

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটেই। বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে লাগবে এই টুর্নামেন্ট। আয়োজক ভারত হলেও এশিয়া হবে আরব আমির শাহিতে। ৯ সেপ্টেম্বর আট দেশের এই টুর্নামেন্ট শুরু। দ্বিতীয় দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে অভিযান শুরু করতে চলেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। আরব আমির শাহিতে টি-টোয়েন্টি ম্যাচ হলে সাধারণত যে সময় শুরু হয়, এশিয়া কাপেও তেমনই হওয়ার কথা ছিল। যদিও প্রচণ্ড গরমের কথা ভেবে আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হল ম্যাচের সময়।

এশিয়া কাপে সবচেয়ে বেশি অপেক্ষা অবশ্য ১৪ সেপ্টেম্বরের। সেই দিন গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সব কিছু ঠিক থাকলে ফাইনাল সহ মোট তিন বার ভারত-পাক ম্যাচ হতে পারে। স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬টায় শুরু হওয়ার কথা ছিল এশিয়া কাপের ম্যাচগুলি। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭.৩০টায়। কিন্তু প্রচণ্ড গরমের কারণে প্লেয়ারদের সমস্যা হতে পারে। সে কথা ভেবেই আধ ঘণ্টা দেরীতে শুরু করা হবে ম্যাচ। অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী ৬টার পরিবর্তে সাড়ে ৬টায় ম্যাচ শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে খেলা শুরু হবে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সন্ধে ৬টা নাগাদ তাপমাত্রা থাকার কথা প্রায় ৪০ ডিগ্রি। এই গরমে প্লেয়াররা যে সমস্যায় পড়বেন এ বিষয়ে সন্দেহ নেই। কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফিও হয়েছে আরব আমির শাহিতেই। বারবার ড্রিঙ্কস ব্রেক নিতে হচ্ছিল। সন্ধের পর থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমতে থাকে। যার ফলে সমস্যা তুলনামূলক কম। সে কারণেই এমন সিদ্ধান্ত। ফাইনাল সহ সব মিলিয়ে ১৯টি ম্যাচ হবে। এর মধ্যে অবশ্য একটি দিনের ম্যাচও রয়েছে। সেই ম্যাচের সময়ে অবশ্য পরিবর্তন করা হয়নি। বাকি ১৮টি ম্যাচই আধঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।